E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের সহজ জয়

২০১৬ জানুয়ারি ২৮ ১৭:৪৬:৫১
আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের সহজ জয়

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ম্যাচের আগেরদিন ভারতকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে দেখা যায়নি আয়ারল্যান্ডকে। ম্যাচ বাই ম্যাচ খেলার কথাই বলছিলেন আইরিশ অধিনায়ক জ্যাক টেকটর। প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন ভারত বলে চিন্তার শেষ থাকবে না- এভাবে ভাবেনি আয়ারল্যান্ড। লড়াইয়ের স্বপ্নই দেখছিল তারা। কিন্তু মাঠে সেভাবে দেখা মেলেনি তাদের।

মিরপুরে যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭৯ রানের বড় ব্যবধানে তারা হেরে গেছে আয়ারল্যান্ড। তবে বল হাতে ভারতকে খানিকটা জ্বালাই দিয়েছে তারা। ব্যাট হাতেও চোখ রাঙ্গাচ্ছিল অস্ট্রেলিয়ার জায়গায় বোনাস বিশ্বকাপ খেলতে আসা আইরিশরা। কিন্তু শেষপর্যন্ত ভারতের তোলা ২৬৮ পেরনো হয়নি। থামতে হয়েছে ১৮৯ রানেই।

লক্ষ্যটা ছোট ছিল না। কিন্তু শুরুটা হলো বিদঘুটে। ভারতের পথেই হাঁটলো আইরিশ যুবারা। ৪৬ রান তুলতেই নেই চার উইকেট। তবে ভারতের মতো চার উইকেট হারিয়েই দিশা মিলল তাদের। চার উইকেট হারানোর পর প্রতিপক্ষের মতো করেই ঘুরে দাঁড়ায় আইরিশরা।

জুটিতেও ভারতের সাথে মিল রাখলো আইরিশরা। ভারতের মতো পঞ্চম উইকেটে জুটি বেঁধে ইনিংস গুছিয়ে নেন আয়ারল্যান্ডের লরকান লাকার ও উইলিয়াম ম্যাকলিনটক। যোগ করেন ১১৩ রান। তখন হয়তো জয়ের কথাই ভাবছিল তারা। কিন্তু ১৫৯ রানে ম্যাকলিনটক ফিরলে খেই হারায় আয়ারল্যান্ড। পড়তে থাকে উইকেট। শেষপর্যন্ত ১৮৯ রানেই থেমে যায় তারা। লাকার ৫৭ ও ম্যাকলিনটক ৫৮ রান করেন।

এরআগে টস ভাগ্য যেমন বিপক্ষে গেছে তেমনি শুরুতে ব্যাট হাতেও নিজেদের খুঁজে পায়নি ভারত যুবারা। আইরিশদের বোলিং তোপে শুরুতেই দিকাহারা তিনবারের চ্যাম্পিয়নরা। স্কোরকার্ডে কোনো রান যোগ না হতেই অধিনায়ক ইশান কিষান সাজঘরে। কিষানকে ফিরিয়ে আইরিশ পেসার জসুয়া লিটল যেন পুরো ভারতকেই দিশেহারা করে তোলেন।

যে ধাক্কা কাটিয়ে উঠতে আরো তিনটি উইকেট খোয়াতে হয় ভারতকে। জসুয়া লিটলের পর ভারতকে জ্বালা দিয়েছেন আরেক পেসার রোরি আন্দ্রেস। পরপর দুই উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। ৫৫ রানেই ৪ উইকেট তুলে নিয়ে আইরিশরা তখন ভারতকে চোখই রাঙ্গাচ্ছিল।

কিন্তু এখান থেকেই বদলে গেছে দৃশ্যপট। উইকেটে এটে থাকবেন বলে হয়তো পণ করেছিলেন সরফরাজ খান। সঙ্গী হিসেবে পেয়ে যান ওয়াশিংটন সুন্দরকে। এই দুজনই মূলত ভারতের ইনিংসকে রক্ষা করেছেন। পঞ্চম উইকেটে গড়েন ১১০ রানের জুটি। এর মাঝে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। ম্যাচসেরা সরফরাজ ৭৪ ও সুন্দর ৬২ রান করেন। শেষের দিকে জিসান আনসারির ব্যাট থেকে ৩৬ রান এলে ৯ উইকেটে ২৬৮ রান তোলে ভারত।

(ওএস/পি/জানুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test