E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজার স্টেডিয়ামের অভিষেক, স্থানীয়দের ক্ষোভ

২০১৬ জানুয়ারি ২৯ ১৯:৩৭:১৯
কক্সবাজার স্টেডিয়ামের অভিষেক, স্থানীয়দের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক, ঢাকা : যুব বিশ্বকাপ দিয়ে বিশ্ব ক্রিকেটে অভিষিক্ত হলো কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। স্কটল্যান্ড এবং নামিবিয়া যুবাদের ম্যাচ দিয়ে শুক্রবার পর্দা উঠেছে এই স্টেডিয়ামের।

এ নিয়ে লর্ডসের তালিকায় বাংলাদেশ থেকে যুক্ত হলো আরো একটি ক্রিকেট ভেন্যু। কিন্তু ক্রিকেটের এ নতুন ইতিহাসের সাক্ষী হতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজারবাসী। নির্মাণাধীন স্টেডিয়ামটিতে পর্যাপ্ত গ্যালারী তৈরি না হওয়ায় নিজেদের ঘরেও খেলা দেখার সুযোগ পাননি স্থানীয় ক্রিকেটপ্রেমীরা।

শুক্রবার সকাল ৯টায় কক্সবাজার জমকালো উদ্বোধনের মাধ্যমে বিশ্বকাপের মুকুট পরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো এ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটের ওয়ানডে ম্যাচ। এদিন স্কটল্যান্ড যুবাদের নয় উইকেটে হারায় নামিবিয়ার যুবারা।

কিন্তু ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচের অভিষেকের সাক্ষী হতে না পেরে স্থানীয় ক্রিকেটভক্তরা হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেছেন।

এই প্রসঙ্গে সফিউল আলম, রফিকুল ইসলাম, সাকলাইন মোস্তাক, শাহ আলম, শাহাব উদ্দিন ও ফয়সাল খানসহ আরও কয়েকজন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে বিশ্বখাতায় কক্সবাজারের নাম অন্তর্ভূক্ত হওয়া সত্যি গৌরবের। এটি উদযাপনের মতো একটি বিষয়। কিন্তু কক্সবাজারের সাধারণ মানুষকে ইতিহাসের এ অংশে শরীক হতে না দেয়া বেদনাদায়ক। কক্সবাজারের এ শুভদিনটি কোন মিডিয়া সরাসরি সম্প্রচার করলে বাড়িতে বসে হলেও মনের খোরাক মেটাতে পারতো ক্রিকেট অনুরাগীরা।’

তবে স্টেডিয়ামটির আন্তর্জাতিক অভিষেকের দিনে দায়িত্ব পালন করার সুযোগ পাওয়াকে সৌভাগ্য বলে ভাবছেন আইন শৃংখলাবাহিনীর সদস্যরা। খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন আহমেদ বলেন, কক্সবাজারে বিশ্বকাপ আয়োজনে দায়িত্বের খাতিরে হলেও নিজেদের সম্পৃক্ত করতে পারা সত্যিই গর্বের।

(ওএস/পি/জানুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test