E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইপিএল শিরোপার লড়াই আজ রাতে

২০১৪ জুন ০১ ১১:৩৫:৩৮
আইপিএল শিরোপার লড়াই আজ রাতে

স্পোর্টস ডেস্ক  : সিনেমার পর্দায় দুই সহশিল্পীর লড়াই না হলেও মাঠের লড়াইটা বেশ জমে উঠেছে শাহরুখ খান ও প্রীতি জিনতার মধ্যে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে মুখোমুখি দানবীয় ব্যাটিংয়ের স্বাক্ষর রাখা কিংস ইলেভেন পাঞ্জাব ও সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ের দল কলকাতা নাইট রাইডার্স।

বাংলাদেশ সময় রবিবার রাত সাড়ে ৮টায় ব্যাঙ্গালুরুর চিন্নাইস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিকেট বোদ্ধারা বলছেন ম্যাচটা হবে কলকাতার বিধ্বংসী বোলিং বনাম পাঞ্জাবের রূদ্রমূর্তি ব্যাটিংয়ের। সাকিব আল হাসান, সুনীল নারাইন, উমেশ যাদব, মরনে মরকেলদের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল, মিলার, শেবাগরা কেমন ব্যাট চালান সেটা দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।

সুনীল নারাইন ইতোমধ্যে আইপিএল ফাইনাল খেলার জন্য জাতীয় দলের অনুশীলনে যোগ দেন নি। দারুণ ফর্মে রবিন উত্থাপ্পা। সাকিব দেখিয়ে চলেছেন তার অলরাউন্ড নৈপূণ্য। অপরদিকে পাঞ্জাবের প্রধান ভরসা ম্যাক্সওয়েল সবশেষ কয়েকটি ম্যাচে নিষ্প্রভ থাকলেও জ্বলে উঠেছেন শেবাগ।

তবে একটি পরিসংখ্যানে এগিয়ে শাহরুখের কলকাতা। এবার আইপিএলে তিন ম্যাচ মুখোমুখি হয়ে দুটিতে জয় পেয়েছে কলকাতা।

(ওএস/এইচআর/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test