E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল

২০১৪ জুন ০১ ১৭:২৫:৪৬
প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রীতি ম্যাচে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো গ্রিসের বিপক্ষে। ম্যাচটি গোলশূন্য ড্র করেছে তার দেশ পর্তুগাল।

পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া জিততে পারলো না। ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

ঊরুর চোটে অনেকদিন ধরেই ভুগছেন রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো। ক্লাবের হয়ে লা লিগার শেষ কয়েক ম্যাচেও খেলতে পারেননি তিনি। তবে চোট কাটিয়ে গত ২৪ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ঠিকই খেলেছিলেন গত বছরের ফিফা ব্যালন ডি’অর জেতা এই তারকা।

কিন্তু পর্তুগালের কোচ পাওলো বেন্তো এখনও পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় দলের সেরা খেলোয়াড়কে গ্রিসের বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন। এই ম্যাচে খেলেননি রোনালদোর ক্লাব সঙ্গী পেপে ও ফ্যাবিও কোয়েন্ত্রাও।

রোনালদো না খেললেও দেশের জাতীয় ফুটবল স্টেডিয়ামে শনিবার ভালোই খেলেছে পর্তুগিজরা। প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার নানির ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার এদার।

ছয় মিনিট পর ডিফেন্ডার বুনো আলভেজের আরেকটি হেড ফিরিয়ে দেন গ্রিসের গোলরক্ষক। এভাবে পুরো ম্যাচেই একের পর এক আক্রমণ করে গেছে স্বাগতিক দল। কিন্তু গোলের দেখা মেলেনি।

এদিকে, বিশ্বকাপের আগে পর্তুগালকে রুখে দিলেও ডিফেন্ডার পাপাস্তাথোপোলোসের চোটে পড়ার হতাশা নিয়ে মাঠ ছেড়েছে গ্রিকরা। প্রথমার্ধের শেষ দিকে পেশিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। ফলে তার বিশ্বকাপে খেলার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

‘জি’ গ্রুপে পর্তুগালের তিন প্রতিপক্ষ জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্র। আর ‘সি’ গ্রিসের সঙ্গী জাপান, কলম্বিয়া ও আইভরি কোস্ট।

(ওএস/পি/জুন ০১,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test