E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা

২০১৪ জুন ০১ ১৭:৩৬:১৩
শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারার শতকে লর্ডসে চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা এনেছে। শতক করে লক্ষ্যের খুব কাছে নিয়ে গেলেও দলকে জেতাতে পারেননি জস বাটলার।

শ্রীলঙ্কা শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩০০ রান করে।

শ্রীলঙ্কার ষষ্ঠ ওভারে কৌশল পেরেরার বিদায়ে শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে তিলকরত্নে দিলশানের সঙ্গে সাঙ্গাকারার ১৭২ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় অতিথিরা।

দিলশানের (৭১) বিদায়ে ভাঙে ১৮৩ বল স্থায়ী জুটি। এরপর মাহেলা জয়াবর্ধনে দ্রুত ফিরে গেলেও লর্ডসে প্রথম শতকে পৌঁছান সাঙ্গাকারা (১১২)। বাঁহাতি এই ব্যাটসম্যানের ১০৪ বলের ইনিংসে ছিল ১৪টি চার। এটি তার ১৯তম ওয়ানডে শতক।

এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ছাড়া আর কেউ ভালো না করায় সংগ্রহ আরো বড় হয়নি আগের ম্যাচেই মাত্র ৬৭ রানে অলআউটের লজ্জায় পড়া শ্রীলঙ্কার।

৫৫ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার হ্যারি গারনে।

জবাবে ৮ উইকেটে ২৯৩ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। তবে তৃতীয় উইকেট গ্যারি ব্যালান্সের (৪২) সঙ্গে ৮৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন জো রুট (৪৩)।

১৭ রানের মধ্যে এই দুই ব্যাটসম্যান ও ওয়েন মর্গানের বিদায়ে আবার চাপে পড়ে ইংল্যান্ড।

সেখান থেকে রবি বোপারার সঙ্গে বাটলারের ১৩৩ রানের জুটির সৌজন্যে লড়াইয়ে ফিরে ইংল্যান্ড। বোপারার (৫১) বিদায়ে ৯৮ বল স্থায়ী জুটি ভাঙলেও দলকে এগিয়ে নিতে থাকেন বাটলার।

শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। ৪ উইকেট হাতে নিয়েও লাসিথ মালিঙ্গার সেই ওভারে ৪ রানের বেশি নিতে না পারায় সিরিজ নিশ্চিত করার সুযোগ হারায় ইংল্যান্ড।

শেষ ওভারের চতুর্থ বলে রান আউট হওয়ার আগে ১২১ রান করেন বাটলার। তার ৭৪ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। ওয়ানডেতে এটিই তার প্রথম শতক। চমৎকার এই ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাটলার।

শ্রীলঙ্কার পক্ষে মালিঙ্গা ৩ উইকেট নেন ৫২ রানে।

মঙ্গলবার বার্মিংহামে পঞ্চম ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০০/৯ (দিলশান ৭১, কৌশর পেরেরা ১৯, সাঙ্গাকারা ১১২, জয়াবর্ধনে ৭, ম্যাথিউস ৩০, থিরিমান্নে ১৬, প্রিয়াঞ্জন ৯, কুলাসেকারা ০, সেনানায়েকে ১২, মেন্ডিস ৪*, মালিঙ্গা ০*; গারনে ৪/৫৫, অ্যান্ডারসন ২/৬০, জর্ডান ২/৬৭, ট্রেডওয়েল ১/৩৯)

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৯৩/৮ (কুক ১, বেল ৭, ব্যালান্স ৪২, রুট ৪৩, মর্গান ১২, বোপারা ৫১, বাটলার ১২১, জর্ডান ৫, ট্রেডওয়েল ১*, অ্যান্ডারসন ০*; মালিঙ্গা ৩/৫২, মেন্ডিস ২/৬০, ম্যাথিউস ১/৩০, সেনানায়েকে ১/৪৯)

ম্যাচ সেরা: জস বাটলার।

(ওএস/পি/জুন ০১,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test