E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুদ্রাপাচার মামলায়

পেলের ছেলে এদিনিয়োকে ৩৩ বছরের কারাদণ্ড

২০১৪ জুন ০১ ১৮:০৫:৩১
পেলের ছেলে এদিনিয়োকে ৩৩ বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দেশটির একটি আদালত মুদ্রাপাচার মামলায় ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ছেলে এদিনিয়োকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাদক চোরাচালান থেকে অর্জিত অর্থ পাচারের দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়েছে। ব্রাজিলের সাও পাওলো স্টেটের ঊপকূলীয় শহর প্রাইয়া গ্রান্দের নিকটবর্তী এলাকার একটি আদালত তাকে এ দণ্ড দিয়েছে।

৪৩ বছর বয়সী এদিনিয়োর প্রকৃত নাম এদসন চোলবি দো নাসিমেন্তো। তিনি নিজেও একজন ফুটবলার। নব্বইয়ের দশকে বাবার পুরাতন ক্লাব সান্তোসের গোলরক্ষক ছিলেন তিনি। বর্তমানে এই ক্লাবেরই গোলরক্ষকদের কোচের দায়িত্বে রয়েছেন পেলের এই ছেলে।

এর আগে ২০০৫ সালে প্রথমবার গ্রেফতার হয়ে কারাবরণ করেন তিনি। মাদক চোরাচালান এবং সান্তোস শহরের একজন কুখ্যাত মাদক পাচারকারীর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে সে সময় তাকে কারাদণ্ড দেয়া হয়।

নিজে মাদকাসক্ত বলে স্বীকার করলেও মাদক চোরাচালানের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এদিনিয়োর আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে।

(ওএস/পি/জুন ০১,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test