E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে ভারতের প্রাধান্য

২০১৪ এপ্রিল ০৮ ১৬:৩৭:৪৫
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে ভারতের প্রাধান্য

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারত সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টের সেরা একাদশে নিজেদের প্রাধান্য বজায় রেখেছে। অন্যদিকে লঙ্কানদের পক্ষ থেকে শিরোপা জিতলেও টি-টোয়েন্টি একাদশে কেবলমাত্র দলীয় অধিনায়ক লাসিথ মালিঙ্গাই ঠাই করে নিয়েছেন। একাদশে জায়গা হয়নি বাংলাদেশ, পাকিস্তান ইংল্যান্ডের কোন ক্রিকেটারেরই।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ রানার্স আপ ভারত থেকে সর্বাধিক ৪ জন খেলোয়াড় এই বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন। দলের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও ওপেনার রোহিত শর্মা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিরাট কোহলি ও অফ স্পিনার রবিচন্দন অশ্বিন সেরা একাদশে জায়গা করে নেন।


দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল থেকে দুজন করে খেলোয়াড় বাছাই একাদশে জায়গা করে নেন। এছাড়াও চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নেদার‌ল্যান্ডস থেকে একজন করে খেলোয়াড় সেরা একাদশে জায়গা পান।


নির্বাচক প্যানেলের চেয়ারম্যান ডেভিড বুন জানান, টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচন করা সত্যিকার অর্থেই একটা দুরুহ কাজ ছিল তাদের জন্য। কারণ শিহরনের এই টুর্নামেন্টে অনেক খেলোয়াড়ই ছিলেন স্ব-মহিমায় ভাস্বর। এদের থেকে সেরা একাদশ নির্বাচন করতে গলদঘর্ম হতে হয়েছে তাদেরকে।


টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা(ভারত), স্টিফান মাইবার্গ(নেদারল্যান্ডস), বিরাট কোহলি(ভারত), জেপি ডুমিনি(দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল(অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক, উইকেটরক্ষক-ভারত), ড্যারেন স্যামি(ওয়েস্ট ইন্ডিজ), রবিচন্দন অশ্বিন(ভারত), ডেল স্টেইন(দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বাদ্রি(ওয়েস্ট ইন্ডিজ), লাসিথ মালিঙ্গা(শ্রীলঙ্কা)

দ্বাদশ খেলোয়াড়: ক্রিশমার সান্তোকি(ওয়েস্ট ইন্ডিজ)

(ওএস/পি/এপ্রিল ০৮,২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test