E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয়ী ৪ ‘কোকা-কোলা চলো ব্রাজিল’ প্রতিযোগিতায়

২০১৪ জুন ০৯ ২১:৪৯:২১
বিজয়ী ৪ ‘কোকা-কোলা চলো ব্রাজিল’ প্রতিযোগিতায়

স্পোর্টস ডেস্ক, ডেস্ক, ঢাকা : কোকা-কোলা বাংলাদেশ গত মাসে “চলো ব্রাজিল” ক্যাম্পেইন শুরু করেছিল ‘ফুটবল সকলের খেলা এবং কোকাকোলা সবার পানীয়' এই দর্শনকে আরেক ধাপ এগিয়ে নিতে। তাতে ৪ জন বাংলাদেশি ভোক্তাকে ব্রাজিলে আসন্ন ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে কোকা-কোলা। নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ীদের মনোনীত করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বকাপের মহিমায় সাক্ষী হতে ব্রাজিলের পথে পাড়ি দেওয়ার জন্য ভাগ্যবান ৪ জন বিজয়ী হচ্ছেন খুলনা থেকে মোহাম্মদ খালেকুল ইসলাম, রাজশাহী থেকে মো. মাহবুব আলম, চট্টগ্রাম থেকে সৈয়দ মুহাম্মদ শফিকুল আলম ও সিলেট থেকে আব্দুল বাকী আহমদ শফি।

কোকা-কোলা গত ২০১৩ সালের ডিসেম্বরে সলিড গোল্ড বা খাঁটি সোনায় তৈরি জমকালো সুন্দর আসল ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছিল। পরবর্তীতে কোকাকোলা দেশের ফুটবল প্রেমীদের জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা অর্জনের জন্য “চলো ব্রাজিল” ক্যাম্পেইন শুরু করেছিল।

প্রথম পর্যায়ে ভোক্তাগণ তাদের গ্রামীণফোন নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে প্রতিদিনের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের একদিনে ২০টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এভাবে সাতটি বিভাগ থেকে ৫ জন করে বিজয়ীদের বাছাই করে জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঢাকায় আনা হযেছিল।

২৮ এবং ২৯ মে ২ দিনের চূড়ান্ত রাউন্ড রেকর্ড করা হয়েছিল। দিন-১ এ প্রথম তিনটি রাউন্ডে ১০ জন অংশগ্রহণকারীদেরকে ২টি প্রশ্নের উত্তর দিতে হয়, ২ সঠিক উত্তরের সঙ্গে অংশগ্রহণকারী ৪র্থ রাউন্ডে পৌঁছেছে। টাইব্রেকের জন্য স্টুডিওতে সেট আপ করা একটি গোল পোস্টের মাধ্যমে অংশগ্রহণকারীকে গোল করতে হয়েছে!

দিন-২ তে ছিল বাজার রাউন্ড যার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৮ জন বাছাই করা হয়েছে। এরপর হয় একটি ভিডিও ক্লিপ রাউন্ড যার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৬ জন বাছাই করা হয়েছে। চূড়ান্ত রাউন্ডে একটি ক্রিস্টাল বাটির মধ্যে প্রশ্নগুলো জমা ছিল, অংশগ্রহণকারীদের সেগুলো সংগ্রহ করে ৯০ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর লিখেছেন। সব শেষে প্রথম শেষ করা ৪ জন বিজয়ী হয়েছেন।

কোকা-কোলা বাংলাদেশ, ভাগ্যবান বিজয়ীদের বাংলাদেশ থেকে ব্রাজিলে রিটার্ন এয়ার টিকেট, ৩ রাত এবং ৪ দিনের জন্য ব্রাজিলে বাসস্থান এবং ফিফা বিশ্বকাপ ২০১৪ সালের কোয়ার্টার ফাইনাল ম্যাচের একটি ফ্রি টিকেট দেবে।

আকর্ষণীয় ব্রাজিল টিকেট জেতার পর রাজশাহীর মো. মাহবুব আলম বলেছেন, ‘আমি অত্যন্ত খুশি। বিশ্বকাপ ম্যাচ স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার সুযোগ আমার জীবনের একটি স্বপ্ন ছিল এবং কোকা-কোলা আমার এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে।’

কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাদাব খান এ প্রসঙ্গে বলেছেন, ‘বিশ্বকাপ ক্যাম্পেইনের মধ্য দিয়ে কোকা-কোলা ব্রাজিলকে বিশ্বের কাছে এবং বিশ্বকে ব্রাজিলের কাছে আনতে চায়। কুইজ হচ্ছে একটি মাধ্যম, যার মধ্য দিয়ে সারাদেশের মানুষকে একসঙ্গে নিয়ে আসা এবং বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে পাঁচজন বিজয়ীদের বাছাই করার পেছনে আমাদের কারণ হচ্ছে এই ক্যাম্পেইনকে ব্যাপকভাবে প্রচার করা এবং সারা দেশকে একসঙ্গে উপস্থাপন করা। আমরা বিশ্বাস করি, কোকা-কোলা বিশ্বব্যাপী ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ছড়িয়ে দিতে ও বিশ্বকে ব্রাজিলমুখী করতে পেরেছে। এ জন্যই আমরা বাংলাদেশের ভোক্তাদের জন্য সারাজীবনে একবারই সুযোগ পাওয়ার মতো বিশ্বকাপ দেখার আনন্দ-উল্লাসের চমৎকার অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ এনে দিতে চেয়েছি।’

(ওএস/পি/জুন ০৯,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test