E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ মাঠে নামবে রোনালদো!

২০১৪ জুন ১০ ০৯:২৯:৪৬
আজ মাঠে নামবে রোনালদো!

স্পোর্টস ডেস্ক : ফিফা ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রাজিল বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। নেতৃত্বে থাকছেন পর্তুগাল দলের। দল ফেভারিট না হলেও ব্যক্তিগতভাবে ফুটবল ভক্তদের একটা চোখ থাকবে তার দিকে। কিন্তু এই ফুটবল তারকার বিশ্বকাপে খেলাটা এখনও নিশ্চিত নয়। ব্রাজিলে মাঠের লড়াই শুরুর হিসাবটা দিন থেকে ঘণ্টায় নেমে এসেছে। তবে রোনালদোর হিসাবটা এখনও মিলছে না। এর মধ্যেই পাওয়া গেল আশার বাণী। নিউইয়র্কে আইরিশ প্রজাতন্ত্রের বিপক্ষে মঙ্গলবার ম্যাচ রয়েছে পর্তুগালের। এই ম্যাচেই মাঠে নামতে পারেন রোনালদো।

এর আগে দুটি পর্তুগালের দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ২৯ বছর বয়সী স্ট্রাইকার। ইনজুরির কারণে চূড়ান্তপর্বে খেলা নিয়েও শঙ্কার কথা শোনা যাচ্ছে। তার বিষয়ে খোদ দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না। এর মধ্যেই শনিবার অনুশীলন করতে দেখা গেছে রোনালদোকে। রবিবার দেশটির কর্মকর্তারা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তবে দলটির ফরওয়ার্ড বিয়েরিনহা জোর দিয়েই বলেন, রোনালদো খেলতে পারবেন। ২৮ বছর বয়সী স্ট্রাইকার সাংবাদিকদের বলেন, ‘সে যদি অনুশীলন করতে পারে তবে ম্যাচেও খেলতে পারবে।’ বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ ১৬ জুন। ‘জি’ গ্রুপে এ দিনে তিনবারের সাবেক চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে তারা। গ্রুপের বাকি দুটি দল হলো ঘানা ও যুক্তরাষ্ট্র। পর্তুগালকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে একক অবদান ছিল রোনালদোর। সুইডেনের বিপক্ষে প্লেঅফে হ্যাটট্রিক করেছিলেন। সেই তারকা খেলোয়াড়কে নিয়ে এই অবস্থা বেন্তোর জন্য হতাশাজনকই। পর্তুগালের হয়ে ১১০ ম্যাচে ৪৯ গোল করা রোনালদোর গুরুত্ব সম্পর্কে বিয়েরিনহা বলেন, ‘সবাই জানে দলে রোনালদোর গুরুত্ব কতটুকু। সেটি পিচে বা পিচের বাইরে সব জায়গাতেই।’

রোনালদোবিহীন পর্তুগালের পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয়। দুটি প্রস্তুতি ম্যাচে গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্র আর মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে তারা। গ্রুপপর্বেই পর্তুগালকে বড় পরীক্ষা দিতে হবে। জার্মানির বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এ ছাড়া ঘানা শক্তিশালী দল। গ্রুপের গণ্ডি পেরোনো যে কঠিন হবে তা মানছেন বিয়েরিনহাও। বলেন, ‘আমরা সব সময় জানি শুরুটা খুব গুরুত্বপূর্ণ। জার্মান দল কতটা ভয়ঙ্কর তা আমাদের জানা আছে। বাকি দুটি দলও ভালো। এখন আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। মাঠে কী দায়িত্ব রয়েছে তা সবার জানা আছে। আমাদের প্রথম লক্ষ্য গ্রুপপর্ব পার হওয়া। সেই লক্ষ্য অর্জন হলে দেখব কতদূর যাওয়া যায়।’

(ওএস/এইচআর/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test