E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক

২০১৪ জুন ১০ ০৯:৩৩:৫৬
উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপ ফুটবল আয়োজনের সুযোগ পেয়েছে ব্রাজিল। যা সফল করতে প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে স্বাগতিক শিবির। তবে এরই মধ্যে স্টেডিয়াম নির্মাণ-সংস্কার কাজে ঢিলেমিতে সমালোচনা উঠেছে পুরোদমে। তারপরও আয়োজকদের দৃঢ় প্রত্যাশা— বিশ্বকাপ শুরুর আগে সব ঠিক হয়ে যাবে। তবে তাদের পূর্ণ মনোযোগ এখন উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। যা বেশ জমকালো করতে চেষ্টা চালাচ্ছে তারা। সূত্রমতে, আগামী ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ কিছু চমক দেয়ার প্রস্তুতি নিচ্ছে স্বাগতিক ব্রাজিল।

তবে তার আগেই উদ্বোধনী অনুষ্ঠানের তাল লয় কেটে দিয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। এই অনুষ্ঠানে তিনি থাকতে পারবেন না বলে নিশ্চিত করেছে স্বয়ং ফিফা। অথচ ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘উই আর ওয়ান’-এর অন্যতম গায়িকা তিনি। তার সঙ্গে থিম সং গেয়েছেন র্যাপ সংগীত তারকা পিটবুল ও ব্রাজিলিয়ান গায়িকা ক্লদিয়া লেইটা। প্রডাকশন নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্য দুই সঙ্গীর সঙ্গে পারফরম করবেন না লোপেজ। এমন পরিস্থিতি বিব্রতই করছে আয়োজকদের। অফিসিয়াল এই থিম সংয়ের মাধ্যমেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। অথচ লোপেজ থাকছেন না, যাতে বেশ হতাশা ব্যক্ত করেছেন সহশিল্পী পিটবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে ৬০০-এর অধিক অংশগ্রণকারী চোখ ধাঁধানো সজ্জা নিয়ে তুলে ধরবে ব্রাজিলের বিখ্যাত খেলোয়াড়, ইতিহাস, ঐতিহ্যের কথা। এসব নিখুঁতভাবে আয়োজনের দায়িত্বে আছেন বেলজিয়ান আর্টিস্টিক ডিরেক্টর ডাফনো কর্নেজ। যার অধীনে গত এক বছর ধরে রিহার্সেল করছে অংশগ্রহণকারীরা। বিশ্বকাপে অংশ নেয়া সকল দেশের ঐতিহ্যও তুলে ধরার ব্যবস্থা থাকবে। প্রতিফলক ফেলে অনুষ্ঠানস্থলের কেন্দ্রে একটি জীবন্ত বলের প্রতিকৃতি তৈরি করা হবে। যাতে ৯০ হাজার গুচ্ছ লাইট ব্যবহূত হবে। কেবল বলটি তৈরি করতেই সাত হাজার আলোক প্রক্ষেপণ সৃষ্টি করা হবে। শেষের ২৫ মিনিট থাকবে আরও জমজমাট। শেষ ২০ ঘণ্টার প্রস্তুতি ও ৮৪ ঘণ্টার রিহার্সেল তুলে ধরা হবে এ অল্প সময়ে।

ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ গড়ানোর আগে ঘণ্টা দুয়েকের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানে অ্যাক্রোবেটিক জিমন্যাস্ট, ট্রাম্পোলিনিস্টের সঙ্গে থাকবে ক্যাপোয়েরা পারফরম্যান্স (ক্যাপোয়েরা হলো বৈবাহিক শিল্প ও নাচের মুদ্রার সমন্বয়ে শারীরিক শৃঙ্খল এবং আন্দোলনের প্রতিভাষা প্রদর্শনের মাধ্যম। ব্রাজিলীয় ক্রীতদাসরা যেটা বৈষম্যের প্রতি প্রতিবাদের ভাষা হিসেবে উপস্থাপন করত)।

ব্রাজিল প্রেসিডেন্টের আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ‘প্যালেস্টাইন আইডল’ খেতাবজয়ী মধ্যপ্রাচ্যের গায়ক মোহাম্মদ আসেফ। থাকবে আরও কিছু একক পারফরম্যান্স ও লেজার প্রদর্শনী। সবশেষে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ওলে ওলা’র সাথে পিটবুল, ক্লোদিয়া লেইটি ও ব্রাজিলের বিখ্যাত ব্যান্ড ‘ওলোডামে’র সম্মিলিত পারফরম্যান্সের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সাও পাওলোর করিন্থিয়ান্স স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৬০ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

(ওএস/এইচআর/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test