E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বার্সেলোনায় ঠিকমতো যত্ন হচ্ছে না মেসির’

২০১৬ সেপ্টেম্বর ২৩ ১৫:৫৩:২১
‘বার্সেলোনায় ঠিকমতো যত্ন হচ্ছে না মেসির’

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় ঠিকমতো যত্ন হচ্ছে না লিওনেল মেসির! স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই মেসিকে খেলিয়েছে বার্সা, বাউজার অভিযোগ এমনই।

বাউজার কৃতিত্বে মেসিকে অভিমান ভুলিয়ে ফেরানোর পর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নেমেছিলেন বার্সার প্রাণভোমরা। তবে, সবশেষ লা লিগার ম্যাচে কাতালানদের হয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমে আবারো ইনজুরি পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। এবার তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে মেসিকে।

আগামী তিন সপ্তাহে মাঠে নামতে পারবেন না মেসি-এমন সংবাদে বেজায় চটেছেন আর্জেন্টাইন কোচ বাউজা। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে সর্বশেষ ম্যাচে চোটের জন্যই খেলতে পারেননি মেসি। তার আগের ম্যাচে মেসির গোলেই জিতেছিল আর্জেন্টিনা। আর মেসিবিহীন ভেনেজুয়েলার ম্যাচ ২-২ গোলে ড্র গোল করেছিল বাউজার শিষ্যরা।

তাই বলা চলে, এবার বার্সার চেয়ে আর্জেন্টিনার ক্ষতি কোনো অংশেই কম নয়। বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচেই জাতীয় দলে থাকার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে মেসির।

মেসি প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ জানান, ‘বার্সা সব সময় আমাদের বলে রাখে মেসির যত্ন নেওয়ার জন্য, কিন্তু এখন দেখছি তার ক্লাবটিই মেসির কোনো যত্ন নেয় না। ওরা মেসিকে সুরক্ষা করতে পারছে না। এটা আমার কাছে অদ্ভুত লাগছে যে তারা (বার্সা) প্রত্যেকটি ম্যাচেই ইনজুরির শঙ্কায় থাকা মেসিকে খেলাচ্ছে।’

আর্জেন্টাইন কোচ আরও যোগ করেন, ‘আমরা বার্সা থেকে মেসির রিপোর্ট পেয়েছি। তাকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বার্সার পক্ষ থেকে একটি অফিসিয়াল নোটিশে জানানো হয়, মেসির ডান পেশিতে চোট রয়েছে। এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ যথেষ্ট? এতো অল্প সময়ে সে কিভাবে দেশের জার্সি গায়ে নিজের সেরাটা দিতে সক্ষম হবে? আমরা সত্যিই জানতে চাই তার ইনজুরি কতটা গুরুতর। আমাদের চিকিৎসকরা অপেক্ষা করছেন মেসির এমআরআই রিপোর্টের জন্য।’

আর্জেন্টিনার এই নতুন কোচ জানান, ‘আমাদের জন্য বার্সা বিষয়টিকে খুব জটিল করে ফেলেছে। আমরা এর মধ্যেই মেসিকে ছাড়া খেলেছি। পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া অবশ্যই দলের জন্য বড় সুবিধা। সে মাঠে থাকলে যেকোনো কিছুই করে দেখাতে পারে। কোচ হিসেবে আমার কাছে বটেই, দল হিসেবেও মেসিকে ছাড়া খেলা কঠিন চ্যালেঞ্জ।’

আগামী ০৬ অক্টোবর পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তার পাঁচ দিন পর নিজেদের মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে বাউজার শিষ্যরা। মেসি বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত মেসিকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না আর্জেন্টিনার কোচ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test