E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিএসএলে একই দলে সাকিব-তামিম

২০১৬ অক্টোবর ২০ ১৬:৫৫:১৯
পিএসএলে একই দলে সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরে একই দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। পিএসএলের দ্বিতীয় আসরে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন এই দুই টাইগার।

গত আসরে তামিম পেশোয়ারের হয়ে খেললেও সাকিব-মুশফিক খেলেছিলেন করাচি কিংসের হয়ে। এবার পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সাকিব-তামিমকে দলে টানে পেশোয়ার জালমি। তবে, মুশফিককে ছেড়ে দিয়েছে করাচি।

পেশোয়ার জালমির অধিনায়কত্ব করবেন ড্যারেন স্যামি। ক্যারিবীয় এই তারকার নেতৃত্বে থাকবেন পাকিস্তানের টি-টোয়েন্টির সাবেক দলপতি শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজ।

এছাড়া, সাকিব-তামিমদের সঙ্গে রয়েছেন ইংলিশদেন সীমিত ওভারের দলপতি ইয়ন মরগান, তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলসরা।

পেশোয়ার জালমির নতুন দল:
ইয়ন মরগান, অ্যালেক্স হেলস, হারিস সোহেল, মোহাম্মদ শাহজাদ, ইরফান খান, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, সাকিব আল হাসান, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, তামিম ইকবাল, কামরান আকমল, জুনায়েদ খান, ইমরান খান, হাসান আলী, মোহাম্মদ আসগর।

দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে:
আমির ইয়ামিন, আব্দুর রেহমান, জিম অ্যালেনবি, জনি বেয়ারস্টো, ডেভিড মালন, মুসাদিক আহমেদ, শহিদ ইউসুফ, শন টেইট, ব্র্যাড হজ, ইসারুল্লাহ, তাজ ওয়ালী।

(ওএস/এএস/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test