E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল

২০১৪ জুন ১২ ২০:৫৬:০২
রাজধানীতে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল

স্টাফ রিপোর্টার : প্রিয় দলের পতাকা ওড়ানো হয়েছে আগেই, গায়েও জড়িয়ে আছে প্রিয় খেলোয়াড়ের জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যম আর চায়ের কাপে বিতর্কের ঝড় শেষে এখন শুধুই ক্ষণ গণনা। এবার খেলা দেখার পালা।

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফুটবলের তীর্থভূমি ব্রাজিলের সাও পাওলোতে মাঠে গড়াচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২০তম আসর।

বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ক্রোয়েশিয়া। খেলা ব্রাজিলে হলেও বাংলাদেশে এর উন্মদনার কমতি নেই এতোটুকুও। প্রিয় দলের খেলা কোথায় বসে দেখা হবে তা এরই মধ্যে ঠিক করে ফেলেছেন সমর্থকরা। কেউ কেউ পরিবার নিয়ে নিজের ঘরে বসে টিভিতে খেলা দেখবেন। কেউবা খেলা দেখবেন বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে। তবে বিশ্বকাপ উন্মাদনা কি আর ঘরে বসে হয়! তাইতো রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দার দিকে ছুটবে ফুটবলপ্রিয় মানুষ।

বিশ্বকাপ ফুটবল এলেই প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখানোর এ আয়োজন থাকে রাজধানীর বিভিন্ন স্থানে। বড় পর্দার সবচেয়ে বড় আসরটি বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। যারা এখানে এসে খেলা দেখেন তাদের অনেকের ভাষ্য, টিএসসিতে বসে খেলা দেখলে স্টেডিয়ামের মতোই মনে হয়!

যেমনটি বলছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ‘ল’ বিভাগের ছাত্র শাকিল আহমেদ। তিনি বলেন, ‘টিএসসিতে বড় পর্দায় খেলা না দেখলে বিশ্বকাপের মজাই থাকে না। প্রতিবারই টিএসসিতে বন্ধুরা মিলে খেলা দেখি। এবারও প্রিয় দলের খেলা সেখানেই দেখবো।’

তবে বড় পর্দায় খেলা দেখতে পারবে না বলে মন খারাপ ঢাকা কলেজের বাংলা বিভাগের ছাত্র নিয়াজ মাহমুদের। তিনি রাজধানীর কাঁচপুরে পরিবারের সঙ্গে থাকেন।

নিয়াজ বলেন, ‘বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার খুব ইচ্ছা ছিল। ঢাকার বিভিন্ন জায়গায় এ সুযোগ থাকলেও আমার বাসার আশপাশে এ ধরনের কোনো সুযোগ নেই। সেজন্য বেশ মন খারাপ লাগছে। তবে বাসায় বসে সবার সঙ্গে খেলা উপভোগ করব।’

টিএসসি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হলেও বড় পর্দায় খেলা দেখানো হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, পুরান ঢাকাসহ রাজধানীর অনেক জায়গায়ই বড় পর্দায় খেলা দেখার আয়োজন থাকছে।

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে লাল-সবুজের বাংলাদেশেও। প্রতিবারের মতো এবারও গোটা দেশ বিভক্ত হয়ে পড়েছে দুভাগে। রাজধানী ঢাকার অলি-গলি, বাসা-বাড়ি ছেয়ে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায়। এই দুদেশের জার্সি বিক্রিতেও পড়েছে ধুম। সব মিলিয়ে রাজধানী ঢাকাও কাঁপছে বিশ্বকাপ উন্মাদনায়।

বৃহস্পতিবার রাত ২টায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, গাজী টিভি, সনি সিক্স ও সনি এইট।

(ওএস/এস/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test