E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫৪টি টেস্ট ম্যাচ খেলবেন মুশফিকুরা আগামী ৯ বছরে

২০১৪ এপ্রিল ১০ ১৬:৩৫:৫৪
৫৪টি টেস্ট ম্যাচ খেলবেন মুশফিকুরা আগামী ৯ বছরে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ একটা সময় টেস্ট খেলার অধিকারই হারাতে বসেছিল। সেই শঙ্কা ‘বিগ থ্রি’র সঙ্গে দরকষাকষির পর কেটেছে। দুবাইয়ে আইসিসির সভায় যোগ দেয়ার পর বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আশ্বস্ত করেছেন যে, ২০২৩ সাল পর্যন্ত ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) ম্যাচ সংখ্যা বাড়ছে বাংলাদেশের।

অবশ্য শর্ত আছে, মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে মুশফিকুর রহিমদের। পরবর্তী ৯ বছরের এফটিপিতে অন্তত ৫৪টি টেস্ট ম্যাচ খেলবেন মুশফিকুর রহিমরা, এমন আশবাদই প্রকাশ করলেন নিজাম উদ্দিন চৌধুরী। বললেন, ‘২০২০ সাল পর্যন্ত যে এফটিপি ছিল, সেটি আর এখন বহাল নেই। এখন ২০১৫-২০২৩ সাল মেয়াদে এফটিপি নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার পথে। আর পুরো আলোচনাটি হচ্ছে দ্বিপক্ষীয় ভিত্তিতে। তাতে আমরা লাভবানই হব।’


কতটা লাভবান হবে বাংলাদেশ, তার ধারণাও দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘২০১৫ সালে চারটি হোম সিরিজ খেলবে বাংলাদেশ। তার মানে আগামী বছর ন্যূনতম আটটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। সঙ্গে ওয়ানডে এবং ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে আরো ম্যাচ রয়েছে। আলোচনা যে পথে এগোচ্ছে, তাতে আমার ধারণা বছরে গড়ে অন্তত ছয়টি টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ।’


তবে এ সাফল্যের অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ দলের মাঠের নৈপুণ্যের ওপর। তেমনটাই জানিয়েছেন নিজাম উদ্দিন, ‘মাঠের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইসিসির ইভেন্টগুলোয়। ভালো ফল না হলে কোয়ালিফাইং রাউন্ড খেলার ঝামেলা চলে আসতে পারে।’


আর ভালো খেললে সম্ভাবনার নতুন দ্বার খুলে যাবে বলে আত্মবিশ্বাসী প্রধান নির্বাহী, ‘ভালো খেললে দ্বিপক্ষীয় সফর আয়োজনের কাজটা সহজ হয়ে যাবে। সে ক্ষেত্রে ক্যালেন্ডারের ফাঁকা সময়টাও কাজে লাগানো যাবে।’


এদিকে এ বছরই ভারতে একটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।দুবাই যাওয়ার পথে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া বিসিবি সভাপতির এ মন্তব্যের ব্যাপারে নিজাম উদ্দিন জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ মুহূর্তে এর বেশি বলব না।’

(ওএস/পি/এপ্রিল ১০,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test