E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে অ্যাটলেটিকো

২০১৪ এপ্রিল ১০ ১৭:১৮:৫৭
বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনা রিয়েল মাদ্রিদের পর। মঙ্গলবার রিয়েলের হয়ে মাঠে ছিলেন না দলের সব থেকে বড় ভরসা রোনাল্ডো। কিন্তু বুধবার বার্সার হয়ে পুরো দমে মাঠে ছিলেন স্বয়ং মেসি৷ কিন্তু শুরুতেই গোল হজম করতে হল বার্সেলোনাকে। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই গোল হজম করতে হল মেসিদের।

অ্যাটলেটিকোর আদ্রিয়ানের শট পোস্টে লেগে ফিরে আসে তাঁরই কাছে। বক্সের মধ্যে থেকেই তিনি আবার শট নেন কোকেকে লক্ষ্য করে৷ এবার অবশ্য গোল চিনতে ভুল করেননি অ্যাটলেটিকোর আর এক প্লেয়ার। ব্যবধান যে কোনও সময় আরও বাড়িয়ে নিতে পারত অ্যাটলেটিকো। কিন্তু বার বার বাধ সাধল সেই পোস্ট আর ক্রসবার। ১১ মিনিটে ডেভিড ভিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে৷ এর পরই সমতায় ফেরার সুযোগ চলে এসেছিল বার্সার সামনে কিন্তু অল্পের জন্য সে সুযোগ নষ্ট করেন স্বয়ং মেসি৷ অ্যাটেটিকোর সামনে বুধবার বার্সা ডিফেন্স নয় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তিনকাঠি। ২০ মিনিটে আবার ভিয়ার শট ক্রসবারে লেগে ফেরে। প্রাক্তন দলের বিরুদ্ধে এদিন গোল করার জন্য মুখিয়ে ছিলেন ভিয়া। অ্যাটলেটিকোর সঙ্গেই চলতে থাকে মেসিদের গোল নষ্টের প্রতিযোগিতা। মেসির সঙ্গে সেই তালিকায় নাম লিখিয়ে নেন নেইমার, জাভিরা। প্রথমার্ধের শেষে দুই দলই পেনাল্টির দাবি তুললে পাত্তা দেননি রেফারি৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমার-মেসির যুগলবন্দীতে সমতায় ফেরার সুযোগ চলে এসেছিল বার্সেলোনার সামনে কিন্তু মিসের তালিকা দীর্ঘ হওয়া ছাড়া কিছুই হল না।


প্রথমার্ধে একগোলে এগিয়ে যাওয়ার পর আর ব্যবধান বাড়াতে পারেনি অ্যাটলেটিকো। গোলের মুখ খুলতে পারেনি বার্সেলোনাও। বেশ কিছু আধা সুযোগ তৈরি হলেও কাজে লাগেনি৷ হোম ম্যাচে অ্যাটলেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা৷ অ্যাওয়ে ম্যাচে খাতাই খুলতে পারল না৷ বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ৷ ফলে ও খেলায় বার্সেলোনাকে ১০০ভাগ ছাপিয়ে গেল অ্যাটলেটিকো৷ ম্যাচ শেষে অ্যাটলেটিকোকে শুভেচ্ছা জানিয়ে গেলেন জাভি৷ বললেন, ‘প্রথম ১৫ মিনিট ভাল খেলেছে দল৷ ম্যাচ ড্র আর এক্সট্রা টাইমে যাওয়া উচিৎ ছিল৷ তবে অ্যাটলেটিকোর জন্য শুভেচ্ছা রইল।’

(ওএস/পি/এপ্রিল ১০,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test