E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘর গোছাতে ব্যস্ত বিপিএলের ফ্রাঞ্চাইজি দলগুলো

২০১৭ জুন ২৪ ০৮:০৪:১২
ঘর গোছাতে ব্যস্ত বিপিএলের ফ্রাঞ্চাইজি দলগুলো

স্পোর্টস ডেস্ক : আরো প্রায় পাঁচ মাস বাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াতে। তবে এর অনেক আগেই ঘর গোছাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজি দলগুলো। দেশি বিদেশি এজেন্টের মাধ্যমে ইতোমধ্যেই বেশ কিছু তারকা ক্রিকেটারদের ভিড়িয়েছে দলগুলো। তবে এদের মধ্যে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

ইতোমধ্যেই দলে টেনেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন, পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি, পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ আমির, ক্যারিবিয়ান স্পিন অলরাউন্ডার সুনীল নারিন ও শ্রীলঙ্কান কিংবদন্তী উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে।

ঢাকার পরে বিদেশি ক্রিকেটারদের দলে টানার দৌড়ে আছে খুলনা টাইটান্স। আরেক শ্রীলঙ্কান কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনেকে কোচ হিসেবে নিযুক্ত করেছে দলটি। এ দলে যোগ দিচ্ছেন পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদ। তার সঙ্গে আসছেন স্বদেশী তরুণ লেগ স্পিনার শাদাব খান ও বাঁহাতি পেসার জুনায়েদ খান। এছাড়াও অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান ব্যাটসম্যান ক্রিস লিনকে নিশ্চিত করেছে খুলনা।

দল গোছাতে নেমেছে গত আসরের ফাইনালিস্ট রাজশাহী কিংসও। গত বছর বিপিএলে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি এবারও থাকছেন রাজশাহী শিবিরে।

উল্লেখ্য, প্রথমবারের মতো আটটি দলকে নিয়ে বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে আগামী ৪ নভেম্বর। এর ২ দিন আগে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট হবে ৬ সেপ্টেম্বর। আসরে অনুষ্ঠিত হবে মোট ৬০টি ম্যাচ।

(ওএস/অ/জুন ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test