E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইসিসি থেকে হাজার কোটি টাকা পাচ্ছে বিসিবি

২০১৭ জুন ২৪ ১২:৩৬:০৫
আইসিসি থেকে হাজার কোটি টাকা পাচ্ছে বিসিবি

স্টাফ রিপোর্টার : নতুন রাজস্ব বন্টন কাঠামো পাশ না হলেও আইসিসি থেকে বিপুল অর্থ পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন কাঠামোতো আট বছরে ভারতের ২৯৩ মিলিয়ন ডলার পাওয়ার কথা থাকলেও আলাপ আলোচনা করে অর্থ বাড়িয়ে নেয় বিসিসিআই।আইসিসি থেকে এখন  ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার পেতে চলেছে বিসিসিআই, যা অন্য কোনও ক্রিকেট বোর্ড পাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের ছোটখাটো জয়ই বলা যেতে পারে এটাকে।

আইসিসি থেকে ভারতের চারভাগের একভাগ রাজস্ব পাবে বাংলাদেশ। আট বছরে (২০১৬-২০২৩) বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে ১২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মূদ্রায় প্রায় একহাজার কোটি টাকা। যদিও এন শ্রীনিবাসনের আমলে এরচেয়ে অনেক কম অর্থ পেয়েছে বিসিবি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পরেই আইসিসি-এর কাছ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ড। ইসিবি পাবে ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১২৮ মিলিয়ন মার্কিন ডলার করে পাবে বলে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড পাবে ৯৪ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, আইসিসির রাজস্ব বণ্টনের নতুন কাঠামোর অন্যতম বিরোধী ছিল বিসিসিআই। কিন্তু ১-১৩ ভোটে হার হওয়ার পরে এই কাঠামোই মেনে নিতে বাধ্য হয়েছে তারা। বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, বোর্ডের তরফে প্রথমে ৫৭০ মিলিয়ন মার্কিন ডলার দাবি করা হয়েছিল। কিন্তু মনোহর সেই দাবি মানেননি। তবে আইসিসির মোট রাজস্বের ২২.৮ শতাংশ পাচ্ছে বিসিসিআই।

(ওএস/এসপি/জুন ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test