E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইংল্যান্ডকে উড়িয়ে ভারতের শুভ সূচনা

২০১৭ জুন ২৫ ১৩:৫৪:৩৩
ইংল্যান্ডকে উড়িয়ে ভারতের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপের জমজমাট আসর শুরু হয়ে গেলো ইংল্যান্ডে। উদ্বোধনী দিনেই স্বাগতিক ইংলিশদের মুখোমুখি হলো শক্তিশালী ভারত। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিকদের এক প্রকার উড়িয়ে দিয়েছে মিতালি রাজরা।

শনিবার নটিংহ্যামে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩৫ রানের ব্যবধানে হারায় ভারতের মেয়েরা। ভারতের ২৮১ তাড়া করতে নেমে ৪৭.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তিন উইকেট তুলে নেন দীপ্তি শর্মা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত। নারী ক্রিকেট বিশ্বকাপে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে ৩ উইকেটে হারিয়ে ২৮১ রান তোলে মিতালি অ্যান্ড কোং। ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন স্মৃতি মানধানা।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে বিশ্বকাপে স্বপ্নের শুরু হয় ভারতের। ওপেনিং জুটিতেই ১৪৪ রান যোগ করে স্মৃতি-পুনম রাউত। ৭২ বলে ১১টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিসহ ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি মানধানা। ১৩৪ বল খেলে ৮৬ রান করেন পুনম।

৭৩ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক মিতালি রাজ। এর আগে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের নারী ক্রিকেট দলের সর্বোচ্চ স্কোর ছিল ২৪৩। এদিন সেটা সহজেই টপকে যায় ভারতের নারী ক্রিকেটাররা।

এদিনই জোড়া রেকর্ড করলেন ভারত অধিনায়ক। নারী ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ অর্ধ-শতরানের নজির গড়লেন তিনি। মিতালির ঝুলিতে এখন ৪৭টি হাফ-সেঞ্চুরি। টানা সাত ম্যাচেই হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এটাও একটা রেকর্ড। এখানেই শেষ নয়। প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলকও ছুঁলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

(ওএস/এএস/জুন ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test