E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাইজেরিয়ার বিরুদ্ধে অনিশ্চিত মেসি!

২০১৪ জুন ২৪ ১৮:৩২:২৩
নাইজেরিয়ার বিরুদ্ধে অনিশ্চিত মেসি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মেসিকে খেলাবেন না নাইজেরিয়ার বিরুদ্ধে কি লিওনেল!  টানা দুটো ম্যাচ জিতে ইতিমধ্যেই প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে  আর্জেন্টিনা৷ সেক্ষেত্রে স্বয়ং সাবেলাও বুধবার নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে লিও মেসিকে খেলাবেন কি না দ্বন্দ্বে রয়েছেন ৷

বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আর্জেন্টিনা নাইজেরিয়ার বিরুদ্ধে সম্ভবত মেসিকে বিশ্রাম দিতে চলেছেন কোচ৷ শুধু তাই নয়, দলের অপর ক্ষুরধার স্ট্রাইকার আগুয়েরোকেও সম্ভবত প্রথম একাদশে রাখা হচ্ছে না আফ্রিকার দেশটির বিরুদ্ধে৷ সেক্ষেত্রে আর্জেন্টিনার আক্রমণে খেলবেন লাভেজ্জি ও হিগুয়েন ৷

যদিও এই বিষয়ে নীল-সাদা দলের পক্ষ কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি৷ সেক্ষেত্রে শেষ মুহূর্তে দলের পরিবর্তন হতেই পারে৷ তবে প্রথম একাদশে যারা খেলুন না কেন নাইজেরিয়া ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী রাউন্ডে যেতে চাইছে আর্জেন্টিনা ৷

অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে নক আউটে যেতে মরিয়া নাইজেরিয়া৷ তাই বুধবার নিজেদের সর্বোচ্চ স্তরে মেলে ধরতে চায় আফ্রিকার দেশটি ৷

নাইজেরিয়া ম্যাচ নিয়ে কি ভাবেছেন সাবেলা? আজেন্টিনা কোচ বলেছেন, ‘ নাইজেরিয়া শক্ত দল৷ ওদের বিরুদ্ধে আমাদের কঠিন লড়াই অপেক্ষা করছে৷ তবে আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে জেতার সমস্যা হওয়ার কথা নয়৷’ একটি হলুদ কার্ড রয়েছে ডিফেন্ডার রোজোর ৷ তাই সাবধানি সাবেলা ৷ তিনি রোজোকে বিশ্রাম দিতে চাইছেন নাইজেরিয়ার বিরুদ্ধে৷ সেক্ষেত্রে নক আউটের জন্য রোজোকে তৈরি রাখতে চান তিনি৷ এদিকে নাইজেরিয়া মরণকামড় দিতে তৈরি ৷ কোচ স্টিফেন কেসি বলেছেন, ‘ গত ম্যাচে আমরা লড়াকু ফুটবল খেলেছি ৷ আর্জেন্টিনার বিরুদ্ধেও একইভাবে লড়াকু ফুটবল খেলতে চাই আমরা ’ লিও মেসিকে নিয়েও তাদের পরিকল্পনা রয়েছে ৷ তবে মেসি আতঙ্কে নেই তিনি ৷ স্টিফেন চাইছেন না মেসি আতঙ্কে ভুগে দলের স্বাভাবিক খেলা নষ্ট হয়ে যাক ৷ তাই স্বাভাবিক খেলা মেলে ধরেই মেসিদের ধাক্কা দিতে চাইছে নাইজেরিয়া ৷

(ওএস/পি/জুন ২৪,২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test