E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসাধারণ রেকর্ডের মালিক হলেন সাঙ্গাকারা!

২০১৪ জুন ২৪ ১৮:৫১:২০
অসাধারণ রেকর্ডের মালিক হলেন সাঙ্গাকারা!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিকেটের প্রাণ হচ্ছে টেস্ট। টেস্টের মাধ্যমে একজন ব্যাটসম্যান নিজের প্রতিভা ফুটিয়ে তোলেন।

ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা কিংবা স্টিভ ওয়াহ সকলেই টেস্ট দিয়ে নিজেদের জাত চিনিয়েছেন। আর এই পথেরই পথিক কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক আরো একবার প্রমাণ করলেন।


পাশাপাশি নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। টেস্টে টানা সাত ইনিংসে ৫০ কিংবা তার বেশি রান করার অনন্য রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। সাত ইনিংসে সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছে ৮৪১ রান।

এর মধ্যে একটি ট্রিপল সেঞ্চুরিসহ দুটি শতরানের ইনিংসও রয়েছে। ইনিংসগুলো হলো: ৭৫, ৩১৯, ১০৫, ১৪৭, ৬১, ৭৯ এবং ৫৫।

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে অনন্য এই রেকর্ডটি গড়লেন কুমার সাঙ্গাকারা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এভারটন উকিস, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এন্ডি ফ্লাওয়ার ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ান চন্দ্ররপল এ রেকর্ড গড়েন।

গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ৩১৯ রানের ম্যারাথন ইনিংস খেলেন সাঙ্গাকারা। এবং একই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। এটিও একটি রেকর্ড বটে।

ইংল্যান্ডের গ্রাহাম গুচের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও শতক করার কৃতিত্ব এখন কুমার সাঙ্গাকারার।

৩৬ বছর বয়সী সাঙ্গাকারা ১২৪ টেস্টে ১১৪৮৩ রান করেছেন। ৩৬টি শতকের পাশাপাশি ৪৮টি অর্ধশতকও হাঁকিয়েছেন বাহাতি এই ব্যাটসম্যান।

(ওএস/পি/জুন ২৪,২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test