E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোদির ব্রাজিল সফর অনিশ্চিত!

২০১৪ জুন ২৪ ১৯:১৩:০২
মোদির ব্রাজিল সফর অনিশ্চিত!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরেও পড়েছে ইরাক সঙ্কটের কালো ছায়া। যার কারণে বাতিল হতে পারে তাঁর আসন্ন ব্রাজিল সফর। ফিফা ওয়ার্ল্ড কাপের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত সপ্তাহেই ব্রাজিলের প্রেসিডেন্টের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ এই আমন্ত্রণ রক্ষা করবেন বলে একপ্রকার মনস্থির করে নিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্ব রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বকাপ ফুটবলের ১৩ জুলাইয়ের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে পারেন নমো। মঙ্গলবার ভারতের সরকারি সূত্রে এই খবর পাওয়া গেছে।

এখনও কোনও মন্তব্য করা হয়নি প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এই খবর সম্পর্কে। যদিও সূত্র জানায়, ১৩ জুলাইয়ের অনুষ্ঠানে যোগ না দিতে পারলেও ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ব্রাজিল যাবেন প্রধানমন্ত্রী মোদী। এবার ব্রাজিলের ফোর্টালাজাতে ১৫ জুলাই থেকে দু’দিনের এই সম্মেলন শুরু হবে।

সঙ্ঘাত কবলিত ইরাকের মাসুল শহরে ৪০ জন ভারতীয় নির্মাণ কর্মীকে অপহরণ করেছে জঙ্গিরা। ফলে সেদেশে আটক ভারতীয়দের উদ্ধার নিয়ে তৎপর কেন্দ্র। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের অনুষ্ঠানে না যাওয়ার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

(ওএস/পি/জুন ২৪,২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test