E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পহেলা জুলাই থেকে আইসিসির সভাপতির দায়িত্ব লোটাস কামাল

২০১৪ জুন ২৫ ০৯:২০:৪৭
পহেলা জুলাই থেকে আইসিসির সভাপতির দায়িত্ব লোটাস কামাল

স্পোর্টস ডেস্ক : আগামী ১ জুলাই থেকে আইসিসির সভাপতি পদে দায়িত্ব পালন করবেন দেশের পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল। গত ৯ অক্টোবর ২০১২ সালে আইসিসির সহসভাপতি হয়েছিলেন তিনি। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। সভাপতি পদে এক বছর দায়িত্ব পালন করবেন বিসিবির এই সাবেক সভাপতি। আইসিসির বর্তমান সভাপতি নিউজিল্যান্ডের অ্যালন আইজ্যাকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এক সংবাদ সম্মেলনে লোটাস কামাল বলেন, ‘এখানে কোনো আনুষ্ঠানিকতা নেই। পর্যায়ক্রমে সহসভাপতি থেকে সভাপতি পদে উন্নীত হন সবাই।’ অফিসিয়ালি সভাপতির দায়িত্ব নেবেন তিনি ২৯ জুন, মেলবোর্নে আইসিসির সভায়। ছয় দিনব্যাপী আইসিসির বার্ষিক সভা মঙ্গলবার মেলবোর্নে শুরু হয়েছে। এশিয়ার চতুর্থ ব্যক্তি হিসেবে আইসিসির সভাপতি হওয়ার সৌভাগ্য হচ্ছে লোটাস কামালের। এর আগে ভারতের জগমোহন ডালমিয়া, পাকিস্তানের এহসান মানি ও ভারতের শারদ পাওয়ার আইসিসির সভাপতি ছিলেন। আইসিসির সভা অনুযায়ী বুধবার ২৬ জুন আইসিসির গঠনতন্ত্র অনুমোদন হবে, যে সম্পর্কে সিদ্ধান্ত হয়েছে গত ৮ ফেব্রুয়ারি, সিঙ্গাপুরে। আইসিসির সভায় যোগ দিতে মেলবোর্নের উদ্দেশে বুধবারই ঢাকা ছেড়েছেন লোটাস কামাল।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান ক্রিকেট নিয়েও কথা বলেন পরিকল্পনামন্ত্রী। বন্ধ থাকা বিপিএল টি-২০ টুর্নামেন্ট শুরুর পক্ষে মত দেন তিনি। বলেন, ‘আমার মনে হয় দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে আমাদের উচিত যত দ্রুত সম্ভব বিপিএল শুরু করা। আমরা যত খেলব ততই শিখব। এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য। যখন আমরা বেশি ম্যাচ খেলব আমরা ততই অভিজ্ঞ হব।’ বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সেও হতাশা প্রকাশ করেন সাবেক বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘দলের বর্তমান পারফরম্যান্স সন্তোষজনক নয়। শীর্ষ ক্রিকেট দেশগুলোর আমাদের সঙ্গে খেলার আগ্রহ কম। তাই আমাদের কাছে বিকল্প আছে মাঠে পারফরম্যান্স ভালো করা।’ তবে মুশফিকরা ছন্দে ফিরবেন বলেও আশা করছেন লোটাস কামাল। তিনি বলেন, ‘এটা মাঝেমাঝে হয়। কিন্তু আমি বিশ্বাস করি আমরা ঘুরে দাঁড়াব। আমরা অনেক বছর ধরে খেলছি। আমাদের সব সুযোগ-সুবিধাই আছে। খেলোয়াড়দের মাঠে পারফর্ম করতে হবে। ভারত এসেছে। আমরাও সেখানে যাব। আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়েতেও যাব। আমাদের ভালো খেলতে হবে, তাহলে আমরা আগের মতো সব দলকে হারাতে পারব।’ জাতীয় দলের ব্যর্থতার কারণ বিসিবিকেই খুঁজে বের করতে হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন,‘বিসিবি এবং টিম ম্যানেজমেন্টকে খুঁজে বের করতে হবে দল কেন ভালো করছে না। আমাদের এখনও কিছু ভালো ক্রিকেটার আছে। কেন আমরা ভালো করব না? সমস্যার কারণ খুঁজতে হবে বিসিবিকে এবং সেটা সমাধানের চেষ্টা করতে হবে।’

বিসিবি সভাপতির দায়িত্ব পালনের সময় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ গড়ানোর ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়েছে লোটাস কামালকেও। এবারও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আদৌ লিগ হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন অনেকে। লোটাস কামাল এ প্রসঙ্গে বলেন, ‘প্রিমিয়ার লিগ শুরু করতে গিয়ে আমাকেও অনেক বাধার মুখে পড়তে হয়েছে। আমাকে ক্লাব অফিসিয়ালদের সঙ্গে কথা বলতে হয়েছে। এমনকি তাদের বাসায় গিয়েও কথা বলেছি।’

উল্লেখ্য, লোটাস কামালের সঙ্গে আইসিসির প্রথম চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করবেন ভারতের এন শ্রীনিবাসনও।


(ওএস/এইচআর/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test