E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুকের ব্যাটে ইনিংস ব্যবধানে জয় ইংল্যান্ডের

২০১৭ আগস্ট ২০ ১২:৩০:০৩
কুকের ব্যাটে ইনিংস ব্যবধানে জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ মোটে পাত্তাই পেল না। না বোলিংয়ে, না ব্যাটিংয়ে। এক অ্যালিস্টার কুকের কাছেই তো হেরে গেল ক্যারিবিয়ানরা। কুকের অসাধারণ ডাবল সেঞ্চুরিতে ২০৯ ও ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড।

এজবাস্টনে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির দেখা পান কুক। খেলেছেন ২৪৩ রানের ইনিংস। তার ৪০৭ বলের ইনিংসটা সাজানো ৩৩টি চারে। এছাড়া অধিনায়ক জো রুট দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। উপহার দিয়েছেন ১৩৬ রানের ইনিংস।

এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ৮ উইকেটে ৫১৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। আবার ক্যারিবিয়ানদের ব্যর্থতার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটই ধরতে হয়নি ইংলিশদের।

প্রথম ইনিংসে ৪৭ ওভার ব্যাট করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। অলআউট হয়েছে ১৬৮ রানে। সর্বোচ্চ ৭৯* রানের ইনিংসটি খেলেছেন ব্ল্যাকউড।

দ্বিতীয় ইনিংসে আরও করুণ অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ৪৫.৪ ওভার খেলে থেমেছে ১৩৭ রানে। ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন।

(ওএস/এসপি/আগস্ট ২০, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test