E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাজিল জয়ের নায়ক

২০১৪ জুন ২৯ ০৯:১৬:১৫
ব্রাজিল জয়ের নায়ক

স্পোর্টস ডেস্ক : অতীতে অনেকবার ভিলেন হবার রেকর্ডই রয়েছে ব্রাজিলের গোলরক্ষকের। কিন্তু না, তিনি প্রমাণ করলেন নায়ক কখনো ভিলেন হয়না। আত্মবিশ্বাসই তাকে নায়ক বানিয়েছে, আর ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার টিকিট দিয়েছে। জুলিও সিজারই হলেন ব্রাজিল-চিলি শ্বাসরুদ্ধকর ম্যাচের জয়ের নায়ক।

শ্বাসরুদ্ধকর এ ম্যাচে অশ্রুসিক্ত জয় নিয়ে মাঠ ছাড়লেন নেইমার-সিজার-সিলভা বাহিনী। খেলার ফলাফল পেতে যদিও নির্ধারিত ও অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে এবারের বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিক ব্রাজিল।

নকআউট পর্বের এ ম্যাচের ব্রাজিলের জয়ের নায়ক গোলরক্ষক জুলিও সিজার স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরষ্কারটাও পেয়েছেন। অবশ্য আরেকটি নাম না নিলেই নয়, তিনি হলেন পোস্টার বয় নেইমার। টাইব্রেকারে তার শেষ শটটাও ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিলো।

জয়ের পার নেইমার, সিলভা থেকে শুরু করে কোচ স্কলারিকেও আবেগে অশ্রুসিক্ত হতে দেখা যায়। মূলত এমন মুহূর্তে আবেগ ধরে রাখা যায় না। চোখের জলেই সেই আনন্দঘন ক্ষণ উদযাপন করতে হয়।

(ওএস/অ/জুন ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test