E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপ নিয়ে গান লিখেছেন খালিদ (ভিডিওসহ)

২০১৪ জুন ২৯ ১৮:৫৯:০৭
বিশ্বকাপ নিয়ে গান লিখেছেন খালিদ (ভিডিওসহ)

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ১২ জুন শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আয়োজনের জন্য চার বছর অপেক্ষা করেন বিশ্ববাসী। এটি এমন একটি উপলক্ষ, যা একসঙ্গে উপভোগ করেন বিশ্বের বেশিরভাগ মানুষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ এ উৎসব সমানভাবে উপভোগ করেন।

বৃহৎ আয়োজন ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় গান হয়েছে। খ্যাতিমান গীতিকার মাহবুবুল এ খালিদ বাংলাদেশে এ নিয়ে গান লিখেছেন। ‘বিশ্বকাপে বিশ্ব মাতে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের চার তরুণ কণ্ঠশিল্পী ইমরান, পূজা, কিশোর ও রন্টি দাশ।

ফুটবল বিশ্বকাপ শুধুই একটা টুর্নামেন্ট নয়, এর মহত্ব লুকিয়ে আছে বিশ্ব ভ্রাতৃত্বে ও সৌহার্দ্যে। বিশ্বকাপ ফুটবল মানে এক মিলনমেলা। এ মেলায় নেই সাদা-কালোর ভেদাভেদ। নেই ধনী-গরিবের ব্যবধান। সারা বিশ্বই মিলেমিশে হয়ে ওঠে একটি গ্রাম। ফিফা ওয়ার্ল্ড কাপ-২০১৪ উপলক্ষে লেখা ‘বিশ্বকাপে বিশ্ব মাতে’ শিরোনামের নতুন গানে এ কথাগুলোই বলতে চেয়েছেন গীতিকার মাহবুবুল এ খালিদ। গানের কথায় শ্রুতিমধুর সুর সংযোজন করেছেন এ প্রজন্মের দুই প্রতিভাবান সুরকার রোমান ও কিশোর দাশ। তারা এ গানে ল্যাতিন আমেরিকা অঞ্চলের সুরকে ধারণ করার চেষ্টা করেছেন।

গানের স্থায়ীতে বলা হয়েছে, সৌহার্দ্যের কথা ‘বিশ্বকাপে বিশ্ব মাতে, আনন্দ বইছে ঘরে ঘরে/দেখে যাও আজ বিশ্ববাসী, সব পতাকা উড়ছে থরে থরে।’ সত্যিই তাই, বিভিন্ন দেশের পতাকা একই সমতলে উড়ছে আর ঘোষণা করছে সমতা ও ভ্রাতৃত্বের কথা। ল্যাতিন আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে হচ্ছে ফুটবল প্রতিযোগিতা। তবে এর উত্তেজনা ও আনন্দ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে।

ফুটবল বিশ্বকাপ মিলিয়ে দিচ্ছে সাদা-কালো সবাইকে। উত্তর আমেরিকা থেকে আফ্রিকা, ইউরোপ থেকে এশিয়া একই ছায়াতলে এসে মিশেছে। গানের প্রথম অন্তরায় এ বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন গীতিকার মাহবুবুল এ খালিদ। তিনি লিখেছেন, ‘বিশ্বমানব মিলেছে আজ, এক পতাকা তলে/ সাদা-কালো সবাই মিলে, খেলছে হেলে-দুলে।’

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মানুষ যেন দেশ-মহাদেশ ভুলে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায়, এই বাংলাদেশের মানুষ যেমন দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা কিংবা ব্রাজিলকে সমর্থন করছে এবং তেমনই হয়তো আফ্রিকার কোনো মানুষ সমর্থন করছে ইউরোপের দেশ জার্মানি, ইংল্যান্ড বা ফ্রান্সকে। যে ভালো খেলছে, তাকেই ভালো বলছে এবং ভালবাসছে ফুটবলপ্রেমীরা। হোক না সে অন্য দেশের, অন্য মহাদেশের। ‘সব মান-অভিমান ফেলে, চলো যাই দেশ-মহাদেশ ভুলে/ এসো সবাই মিলে ভালো বলি, যে ভালো খেলে রে...।’ দ্বিতীয় অন্তরায় এভাবেই বিশ্বভ্রাতৃত্বের কথা বলেছেন গীতিকার।

বিশ্বকাপ ফুটবল ঘুচিয়ে দিচ্ছে ধনী-গরিবের ব্যবধান। এশিয়ার গরিব মানুষটির সঙ্গে ইউরোপের ধনী মানুষটির কোনো পার্থক্য থাকে না, যখন তারা হয়ে ওঠেন ফুটবলের দর্শক। গরিব লোকটির মতই খেলা উপভোগ করেন ধনী লোকটি। ভৌগোলিক ব্যবধান ভুলে গোটা পৃথিবীর মানুষ হয়ে উঠেন একই বিশ্বগ্রামের বাসিন্দা। গানের তৃতীয় অন্তরায় যেন সে কথাই মূর্ত হয়ে উঠেছে।

গীতিকার মাহবুবুল এ খালিদ এভাবেই গানের স্থায়ী থেকে শেষ অন্তরা পর্যন্ত বিশ্বভ্রাতৃত্ব ও সাম্যের কথা বলেছেন।

এ গীতিকবিতায় শব্দ চয়নে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন গীতিকার। কথার সঙ্গে সুরের মেলবন্ধন অত্যন্ত দৃঢ়। সঙ্গীতের মাধুর্য কানকে আরাম দেয়। ইমরান, পূজা, কিশোর ও রন্টির গায়কীও চমৎকার। সব মিলিয়ে গানটি সর্বাঙ্গীন সুন্দর।

বিশ্বকাপ ফুটবল নিয়ে আরো কয়েকটি গান হয়েছে বাংলাদেশে। এর মধ্যে ‘বিশ্বকাপে বিশ্ব মাতে’ গানটি রুচিশীল শ্রোতাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। এর মিউজিক ভিডিও ইতিমধ্যে ইউটিউব ও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। এ গান শুনে এর প্রশংসা করেছেন অনেকে।



(ওএস/পি/জুন ২৯,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test