E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বিতীয় রাউন্ডে সুইসদের প্রতিপক্ষ মেসি!

২০১৪ জুন ২৯ ১৯:২৪:৫৭
দ্বিতীয় রাউন্ডে সুইসদের প্রতিপক্ষ মেসি!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সুইসরা ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেসিকে ঠেকানোর নীল নকশায় নেমেছে। সুইজারল্যান্ডের সামনে ষাট বছর পরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি। কিন্তু বাধা একজনই।

একাই পাল্টে দিতে পারেন ম্যাচের রঙ আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর। একটা ফ্রি-কিক , একটা ঝলকেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন তিনি। তাই মেসিকে সমীহ করছেন সুইসরা। তবে একেবারে আত্মসমর্পণ নয়, বরং মেসিকে আটকানোর যবতীয় নীল নকশা তৈরি সুইসদের।

সুইজারল্যান্ডের গোলরক্ষক ডিয়েগো বেনাগিলো বলেছেন, ‘জানি মেসিকে আটকানো কঠিন। কিন্তু ওর স্কিলগুলো আমরা সবাই জানি, অনেক দেখেছি ওকে। যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি ওর মুখোমুখি হওয়ার। আমরা প্রস্তুত’ কেন মেসিকে এত ভয় সুইসদের?

দুই বছর আগেই অসহায় অভিজ্ঞতা হয়েছিল সুইসদের! সুইজারল্যান্ড-আর্জেন্টিনার প্রীতি ম্যাচের ফল যখন ১-১, শেষ দিকে মেসির দুই গোলে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বার্সেলোনার সুপারস্টার। তাই এবার সতর্ক সুইজারল্যান্ড।

একইসঙ্গে এই সুইস গোলরক্ষক বলেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ যে দুই ম্যাচ আমরা খেলেছি, একদম খারাপ করিনি। যথেষ্ট সুযোগ পেয়েছি। এটা সত্যি, ওদের হারাতে হলে আমাদের প্রতিটি ফুটবলারকে সেরা ম্যাচ খেলতে হবে। আমরা অবশ্যই নিজেদের উজাড় করে দেব ম্যাচ জেতার জন্য। ইতিহাস গড়তে চাই আমরা।’

(ওএস/পি/জুন২৯,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test