E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিষেধাজ্ঞার ছয় মাসকে মনে হয়েছে ছয় বছর’

২০১৭ সেপ্টেম্বর ২১ ২৩:৫৬:৫২
‘নিষেধাজ্ঞার ছয় মাসকে মনে হয়েছে ছয় বছর’

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ছয় মাসের নিষেধাজ্ঞা শেষ করেছেন মোহাম্মদ ইরফান। পাকিস্তানের দীর্ঘদেহী এই পেসার জানিয়েছেন, নিষেধাজ্ঞার এই ছয় মাসকে তার মনে হয়েছে ছয় বছর!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি কর্তৃপক্ষকে না জানানোয় গত মার্চে ইরফানকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি ইরফানকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছিল।

তখনই পিসিবি জানিয়েছিল, পিএসএলে দুর্নীতির তদন্তে যদি ইরফান সাহায্য করেন এবং পরবর্তীতে আর কোনো আইন না ভাঙেন তাহলে তার নিষেধাজ্ঞার মেয়াদ ছয় মাস কমে আসবে। ছয় মাসের সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত সপ্তাহে। আগামী ২৬ সেপ্টেম্বর ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে ওয়াপদার হয়ে তিনি ক্রিকেটে ফিরবেন।

নিষেধাজ্ঞার সময়টা নিয়ে ইরফান ইএসপিএন-ক্রিকইনফোকে বলেছেন, ‘গত ছয় মাস আমার জন্য খুব কঠিন ছিল। আমার তো মনে হয়েছে ছয় মাস না, ছয় বছর চলে গেছে! আমি ভুল করেছি, স্বীকারও করেছি। কিন্তু স্পট ফিক্সিং করিনি। তবে পরিস্থিতি যে আরো বেশি খারাপ হয়নি, এটার জন্য আমি কৃতজ্ঞ।’

এই ছয় মাস ব্যক্তিগত উদ্যোগে জিম ও ফিটনেস অনুশীলন চালিয়ে গেছেন বলে জানালেন ইরফান, ‘আমি ব্যক্তিগত জিমে নিয়মিত নিজেকে ফিট রাখার জন্য ঘাম ঝরিয়েছি। এই ছয় মাসের অনুশীলন আমার ভবিষ্যৎ ক্যারিয়ারে সাহায্য করবে।’

ছয় মাসের নিষেধাজ্ঞায় তার কোনো ‘সম্মানহানি’ হয়নি বলেই মনে করেন ৭ ফুট ১ ইঞ্চি লম্বা এই পেসার, ‘রিপোর্ট না করায় আমি অনুতপ্ত। আমি এখন ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরেছি। তবে এখনো আমাকে মানুষ পছন্দ করে। প্রাথমিকভাবে রিপোর্ট না করার কারণও ছিল। আমার মা-বাবার মৃত্যুর পর এসব নিয়ে ভাবতে পারিনি। তবে আমি তাদের (জুয়াড়ি) সরাসরিই না বলে দিয়েছিলাম।’

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৭)



পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test