E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোল্ডিং ট্যাক্স সমন্বয় 

দেড় হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা

২০১৭ অক্টোবর ০৪ ১৪:৫৯:৩০
দেড় হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার : রাজধানীর হোল্ডিং ট্যাক্সে সমন্বয় ও সমতা এনেছে দুই সিটি কর্পোরেশন। যা আগের মতোই অর্থাৎ বছরে ১২ শতাংশ হারে আদায় করা হবে। তবে বর্তমান ভাড়ার সঙ্গে হোল্ডিং ট্যাক্স সমন্বয়-সমতা আনায় বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বর্তমান বাসাভাড়া বিবেচনায় নিয়ে ২০১৬-১৭ অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৫০০ কোটি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৪৮০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু উচ্চ আদালতে রিটের কারণে সে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গত অর্থবছরে ডিএসসিসি মাত্র ১৯৫ কোটি ও ডিএনসিসি ২৯০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করতে সামর্থ্য হয়।

তবে গত মাসে হাইকোর্টে রিট নিষ্পত্তি হওয়ায় বর্তমান ভাড়া অনুযায়ী হোল্ডিং ট্যাক্স সমন্বয়ের কাজ করছে দুই সিটি কর্পোরেশন। ফলে বর্তমান ভাড়া অনুযায়ী তা নির্ধারণ করা হচ্ছে।

দুই সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত ২৭ বছর ধরে রাজধানীর বাড়ির মালিকরা কেউ কম, আবার কেউ বেশি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতেন। মূলত অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন ১৯৮৯-৯০ সালে সাধারণ করের হার নির্ধারণ করে। এরপর ২০০৩ ও ২০০৮ সালের পর নিবন্ধিত নতুন বাড়ির মালিকরা সে সময়ের ভাড়ার মূল্য অনুযায়ী হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতেন। কিন্তু ২০০৩ সালের আগে নিবন্ধন পাওয়া বাড়ির মালিকরা ১৯৮৯ সালের আগের বাড়িভাড়ার মূল্য অনুযায়ী হোল্ডিং ট্যাক্স দিতেন।

এ বিষয়ে একটি উদাহরণ টেনে সিটি কর্পোরেশন এক কর্মকর্তা বলেন, ৯০ সালে যে বাসার ভাড়া তিন হাজার টাকা ছিল, সেটা এখন ২৫/৩০ হাজার টাকা হয়েছে। বর্তমান ভাড়ার সঙ্গে সমন্বয় করে এখন নতুন হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে। এতদিন অনেক বাড়িওয়ালা ৯০ সালের বাড়িভাড়ার হার অনুযায়ী হোল্ডিং ট্যাক্স দিয়েছেন, কিন্তু এখন বর্তমান ভাড়ার হিসাবে তাদের ট্যাক্স দিতে হবে। ফলে বর্তমান ভাড়ার সঙ্গে হোল্ডিং ট্যাক্স সমন্বয়-সমতা আনায় প্রায় দেড় হাজার কোটি টাকার রাজস্ব আয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে দুই সিটি কর্পোরেশনের।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল বলেন, ভাড়া অনুযায়ী ট্যাক্স আদায়ের বিষয়টি সমন্বয়ের কাজ চলছে। ২০১৬ সালের জুলাই মাস থেকে বর্তমানে সমন্বয় করা বাড়ির হোল্ডিং ট্যাক্স আদায় করা হবে।

আর ডিএনসিসি প্রধান রাজস্ব কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া বলেন, নিয়মানুযায়ী প্রতি পাঁচ বছর পর সাধারণত সমন্বয় করার নিয়ম। ঢাকা শহরে প্রতি বছরে বাড়িভাড়ার ধরন পাল্টায়। নতুন বাড়ি নির্মাণ হয়, নতুন ভাড়া নির্ধারণ হয়। কিন্তু বিগত ২৭ বছর সিটি কর্পোরেশনে কোনো সমন্বয় হয়নি।

(ওএস/এসপি/অক্টোবর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test