E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগ্রহ হারানোর শীর্ষে আমরা নেটওয়ার্কস

২০১৭ অক্টোবর ১৪ ১৩:১২:৩৩
আগ্রহ হারানোর শীর্ষে আমরা নেটওয়ার্কস

স্টাফ রিপোর্টার : বিগত সপ্তাহে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোয় শীর্ষস্থান দখল করেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার ধরে রাখার বিষয়ে বিনিয়োগকারীদের আগ্রহ না থাকায় সপ্তাহজুড়েই দামে বড় ধরণের পতন হয়েছে।

এ কারণে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৮ থেকে ১২ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য কমেছে ২০ দশমিক ৩৫ শতাংশ। আর টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২৯ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া সপ্তাহের শেষ কার্যদিবস শেষে নর্দার্ন জুটের শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১৫ টাকা ১০ পয়সা; যা আগের সপ্তাহ শেষে ছিল ১৪৪ টাকা ৫০ পয়সা।

দামে বড় পতন হলেও গত সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির মোট ১২৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা।

প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের ১৭ দশমিক ২১ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর ৩৩ দশমিক ৭৭ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১৫ দশমিক ৯৮ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে।

এ দিকে গত সপ্তাহে আমরা নেটওয়ার্কসের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে এ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৭২ শতাংশ।

এরপরই রয়েছে ‘এন’ গ্রুপের আরেক প্রতিষ্ঠান শেফার্ড ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ২১ শতাংশ।

এ ছাড়া বিগত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ার দাম ১১ দশমিক ৮৬ শতাংশ, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৮৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১১ দশমিক ৪৮ শতাংশ, মডার্ণ ডাইং ১১ দশমিক ২৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস ১১ দশমিক ১৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ১১ দশমিক শূন্য ৪ শতাংশ এবং এমারেল্ড অয়েল ১০ দশমিক ৯১ শতাংশ দর হারিয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test