E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপে সার্ভিস চালু করল ইউসিবি

২০১৭ অক্টোবর ১৭ ১৮:১৩:২৫
ইউপে সার্ভিস চালু করল ইউসিবি

স্টাফ রিপোর্টার : ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সার্ভিস (ইউপে) চালু করল বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এ সেবার মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে দিনরাত ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে ডিজিটাল টাকায় পেমেন্ট করা যাবে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ ই আব্দুল মুহাইমেন ডিজিটাল পেমেন্ট সার্ভিস (ইউপে) সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইউপে সেবার বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, দেশে এই প্রথম সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আধুনিক ও নির্ভরযোগ্য ব্লকচেইন ও কিউ আর কোডে মোবাইলে ইউপে থেকে দ্রুত ও সহজে লেনদেন করা যাবে। ইউপের পেমেন্টের জন্য গ্রাহককে নগদ অর্থ বহন করতে হবে না।

স্মাট ফোনকে ডিজিটাল ওয়ালেট হিসেবে (এটিএম কার্ডের বিকল্প) ব্যবহার করে অথবা ইন্টারনেট সংযুক্ত ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে ইউপের গ্রাহকরা ইউসিবির অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন করতে পারবেন। এজন্য গ্রাহককে অ্যাপস ডাউনলোড করতে হবে বলে জানান তিনি। ইউপের মাধ্যমে সব ধরনের ভোক্তা, কর্পোরেট ও সরকারি পেমেন্ট প্রদান করা যাবে। যেমন কেনাকাটা, বিল পরিশোধ, ফান্ড ট্রান্সফার, ঋণ পরিশোধ, রেমিট্যান্স প্রদান, বীমা প্রিমিয়াম, বেতন পরিশোধ ও ই-কমার্স ইত্যাদি।

এছাড়া ইউপের মাধ্যমে উপহার হিসেবে ডিজিটাল চেক প্রদান, ভাউচার ও রিওয়ার্ড পয়েন্ট নগদায়ন, হিসাব অনুসন্ধান ও ছোট আকারের স্টেটমেন্ট সম্পাদন করা যাবে।

(ওএস/এসপি/অক্টোবর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test