E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারত থেকে সেদ্ধ চাল আমদানি করছে বাংলাদেশ

২০১৭ অক্টোবর ১৮ ১৮:৪৯:১৭
ভারত থেকে সেদ্ধ চাল আমদানি করছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : চাহিদা মেটাতে ভারত থেকে এক লাখ টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করছে সরকার। ভারত থেকে বাংলাদেশ সরকার সরাসরি এ চাল আমদানি করবে। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি টনে ৪৫৫ মার্কিন ডলার হিসাবে এক লাখ টন চাল আমদানিতে খরচ হবে মোট ৩৭৭ কোটি ৬৪ লাখ টাকা।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, অন্তত এক দশক পরে ভারত থেকে সরকারিভাবে চাল আমদানি করতে যাচ্ছে সরকার। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশ সরকারিভাবে ভারত থেকে চাল আমদানির চেষ্টা করলেও তাতে সফল হয়নি।

কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঋণপত্র খোলার ৬০ দিনের মধ্যে পুরো চাল সরবরাহ করবে ভারত।

সূত্র আরও জানায়, ভারত থেকে তুলনামূলক কম খরচে এ চাল আমদানির সুযোগ পাওয়া গেছে। এর আগে খাদ্য অধিদফতর ভিয়েতনাম থেকে ৪৭০ ডলার দরে ৫০ হাজার টন নন-বাসমতি এবং ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট সেদ্ধ চাল আমদানি করে।

(ওএস/এসপি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test