E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলায় আয়কর পেশাজীবীদের শপথ

২০১৭ নভেম্বর ০৬ ১৪:৫৭:২২
মেলায় আয়কর পেশাজীবীদের শপথ

স্টাফ রিপোর্টার : রাজস্ব আহরণে আয়কর পেশাজীবীরা (আইটিপি) মুখ্য ভূমিকা পালন করেন। কর আইনের মত জটিল বিষয়কে সাধারণ করদাতাদের কাছে সহজবোধ্য করে রাজস্ব ভাণ্ডারে অর্থ যোগানে আইটিপিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৭ হাজার ২৯৯ জন আইটিপি নির্বাচন করে।

প্রশিক্ষণের অংশ হিসেবে এনবিআর নব্য আইটিপিদের আয়কর মেলায় করদাতাদের সহায়তা করার নির্দেশ দেয়। এ ছাড়া প্রতিদিন মেলায় আয়কর পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে শপথ বাক্য পাঠ ও সনদপত্র বিতরণ করা হয়।

রবিবার মেলার ৫ম দিন মেলা প্রাঙ্গণে ৫০ জন আইটিপিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের শপথ বাক্য পাঠ করান এনবিআর চেয়ারম্যান।

অনুষ্ঠানে স্পারসো’র চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিব মো. দেলোয়ার বখত, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান আহমেদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মো. আমিনুল বর চৌধুরীসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্পারসোর চেয়ারম্যান এবং অতিরিক্ত সচিব মো. দেলোয়ার বখত, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান আহমেদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মো. আমিনুল বর চৌধুরীকে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ প্রদান করা হয়।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test