E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাটা মটরসের নতুন কর্পোরেট ব্র্যান্ড পরিচিতি

২০১৭ নভেম্বর ২২ ১৪:১১:৫৭
টাটা মটরসের নতুন কর্পোরেট ব্র্যান্ড পরিচিতি

নিউজ ডেস্ক : টাটা মটরস বিশ্বজুড়ে তাদের নতুন কর্পোরেট ব্র্যান্ড পরিচিতি হিসেবে ‘কানেক্টিং অ্যাসপাইরেশনস’ স্লোগান নির্ধারণ করেছে। নতুন এ স্লোগান টাটা ব্র্যান্ডের স্বকীয়তাকে একটি গতিশীল ও নির্ভরযোগ্য কারিগরী দক্ষতার প্রতীক হিসেবে উপস্থাপন করেছে।

টাটা মটরসের ইন্টারন্যাশনাল বিজনেস হেড (কমার্শিয়াল ভেহিক্যাল) রুদ্ররুপ মিত্র কোম্পানির নতুন সংজ্ঞায়িত ব্র্যান্ড পরিচয় সম্পর্কে বলেন, ‘বিশ্ব বাজারে নতুন কর্পোরেট ব্র্যান্ড পরিচয় ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এখন নতুন প্রজন্মের ভোক্তাদের অভিব্যক্তি ও চাহিদা বিবেচনায় নিয়ে কারিগরী দক্ষতা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির সংযোগ তৈরি করেছি।’

তিনি আরও বলেন, টাটা মটরস সবসময় গ্রাহক চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

উল্লেখ্য, টাটা মটরস লিমিটেড ভারতের বৃহত্তম অটোমোবাইল কোম্পানি। এর বর্তমান সম্পদ মূল্য ৪২ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটিতে প্যাসেঞ্জার কার, ইউটিলিটি যানবাহন, বাস, ট্রাক এবং প্রতিরক্ষা যানবাহন তৈরি হয়।

টাটা মোটরস বাণিজ্যিক যানবাহনে ভারতের মার্কেট লিডার। দেশটিতে প্যাসেঞ্জার কারসহ টাটা মটরসের বিভিন্ন ধরনের ৯ মিলিয়ন যানবাহন রয়েছে।

এ ছাড়া ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, সিআইএস এবং রাশিয়াতে টাটা গাড়ি, বাস ও ট্রাক বাজারজাত করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test