E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নৈতিকতার অর্থনীতি দূর করবে দারিদ্র্য ও বৈষম্য’

২০১৭ ডিসেম্বর ২১ ১৬:০০:৪২
‘নৈতিকতার অর্থনীতি দূর করবে দারিদ্র্য ও বৈষম্য’

স্টাফ রিপোর্টার : ‘নৈতিকতার সঙ্গে অর্থনীতি যুক্ত করতে পারলে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য দূর করা সম্ভব’- এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির তিন দিনব্যাপী ২০তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা যদি অর্থনীতিকে শুধুমাত্র মুনাফা ভিত্তিক করি বা মুক্তবাজার অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে সেটা শুধুমাত্র মুনাফা ও লোকসানের মধ্যেই থেকে যাবে। তবে যদি অর্থনীতি ও নৈতিকতার সংমিশ্রণ ঘটাতে সক্ষম হই তাহলে সেখানে বৈষম্য দূর করা সম্ভব। তাই এ বিষয়ে কার্যকর পরিকল্পনা ও নীতি প্রয়োজন।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতির দিকে তাকালে দেখা যায় উন্নত দেশগুলোতে অর্থনৈতিক বৈষম্য প্রকট। কিন্তু সহস্রাব্দ লক্ষ্যমাত্রায় অর্থনীতির বৈষম্যের বিষয়টি সেভাবে গুরুত্ব দেয়া হয়নি। তবে বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বিষয়টি অধিক গুরুত্ব দেয়া হয়েছে। শোষণমুক্ত সমাজ ও দারিদ্র্য বিমোচন করতে আমাদের সবার অর্থনীতির সঠিক পথটি নির্ধারণ করতে হবে। আমাদের ঠিক করতে হবে কী করতে চাই এবং কী করতে হবে। বৈষম্যহীন সমাজ গড়তে কী ধরনের সংস্কার ও নীতির প্রয়োজন সেটা ঠিক করতে হবে। এজন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

স্পিকার বলেন, শোষণমুক্ত সমাজ গড়তে হলে নারী, শিশু ও প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তখনই কেবল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত হবে। এজন্য বাধাগুলো চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আমাদের সক্ষমতা ও সুযোগের সমন্বয় করতে হবে।

সকালে অর্থনীতিবিদ ও সম্মেলন প্রস্তুত কিমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল বারকাতের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়। তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনদিনের এ সম্মেলন আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) শেষ হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test