E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে দুলামিয়া কটন

২০১৭ ডিসেম্বর ২৩ ১৮:৩৪:২০
বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে দুলামিয়া কটন

স্টাফ রিপোর্টার : শেষ সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থান দখল করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস। বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রতিষ্ঠানটির শেয়ার দামে বড় ধরনের পতন হয়েছে।

বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না থাকায় সপ্তাজুড়ে লেনদেন খুব বেশি হয়নি। সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৭ থেকে ২১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪ লাখ টাকার। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১২ লাখ টাকা।

অপরদিকে শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারে দাম কমেছে ৪ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে দুলামিয়া কটনের শেয়ার দাম দাঁড়িয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়। যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৩২ টাকা ৩০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, এই কোম্পানিটির মোট শেয়ারের ২১ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৭৫ দশমিক ৫৬ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৩ দশমিক ৪০ শতাংশ শেয়ার।

এদিকে শেষ সপ্তাহে দুলামিয়া কটনের পরেই বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল জুট স্পিনার্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১১ দশমিক ১৮ শতাংশ। এরপরেই রয়েছে তুং হাই নিটিং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা সমতা লেদারের ১০ দশমিক ৩৫ শতাংশ, আলিম ম্যানুফ্যাকচারিংয়ের ৮ দশমিক ৮৭ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৮ দশমিক ৩৬ শতাংশ, ইমাম বাটনের ৮ দশমিক ৩৩ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ডের ৭ দশমিক ৪১ শতাংশ, আরামিট সিমেন্টের ৬ দশমিক ৯৯ শতাংশ এবং রহিমা ফুডের ৬ দশমিক ৯৯ শতাংশ দাম কমেছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test