E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সম্মেলন শুক্রবার

২০১৮ জানুয়ারি ১০ ১৩:৩০:৪৪
টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সম্মেলন শুক্রবার

স্টাফ রিপোর্টার : আগামী শুক্রবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সামিট। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিকেল ৩টায় সামিটটি শুরু হবে। সামিটটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেশন অ্যান্ড ইন্ট্রিপ্রিনিউরশিপ ফর ট্রান্সফরমেশন’।

দেশের বস্ত্রখাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশনাল সার্ভিস অর্গানাইজেশন ‘বাংলাদেশ টেক্সটাইল টুডে’ অনুষ্ঠানটি আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র ড্রাইভিং বিজনেস উইথ নলেজ।

আয়োজকরা জানান, দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, ২০২১ সালের মধ্যে রফতানি আয় ৫০ বিলিয়ন ডলার অর্জনে করণীয় বিষয়, টেকসই উন্নয়ন, প্রোডাক্ট উদ্ভাবন, অবকাঠামোগত উন্নয়ন, শ্রমিক নিরাপত্তা, তরুণ উদ্যোক্তা তৈরিসহ দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির উন্নতিশীর্ষক যাবতীয় বিষয়ের ওপর আলোকপাত করা হবে সামিটে।

এর মাধ্যমে দেশের নতুন তরুণ প্রজন্মের নলেজ শেয়ারিংয়ের সুযোগ থাকছে। মোট তিনটি সেশনে পুরো প্রোগ্রামটি সাজানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সামিটটি উদ্বোধন করবেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য মাসউদ আহমেদ।

এছাড়া আইটিইটির সভাপতি ও হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. শফিকুর রহমান, জাবের-জুবায়ের ফেব্রিকস লিমিডেটের (নোমান গ্রুপ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ জাবের, ডাইসিনের ম্যানেজিং ডিরেক্টর মো. আমানুর রহমান, অ্যাসেনশিয়াল ক্লোদিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম খান, লুমিনেন্ট ডি অ্যান্ড এ’র ম্যানেজিং ডিরেক্টর আরিফ মোহাম্মদ, আকিজ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এম আর জামিল টিপু, এইচ অ্যান্ড এম’র প্রোডাক্ট ম্যানেজার গুলশান আরা মুন্নি, টেক্সটাইল টুডে’র সম্পাদক-প্রকাশক তারেক আমিনের উপস্থিতিসহ খ্যাতনামা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কোম্পানি, বায়িং হাউজ, ব্র্যান্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন।

বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্যে লগ ইন করতে হবেwww.texsummit.com/registrationএই ঠিকানায়। সামিটটির রেডিও পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় রেডিও জাগো এফএম ৯৪.৪।

(ওএস/এসপি/জানুয়ারি ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test