E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্ণফুলীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৫তম শাখার উদ্বোধন

২০১৮ জুলাই ০৫ ১৬:৩২:০৫
কর্ণফুলীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৫তম শাখার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : কর্ণফুলীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ ৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা আনোয়ার সিটিতে এ শাখাটি উদ্বোধন করা হয়।

এতে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আলহাজ্ব মীর আহমেদ সওদাগর প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জিএসডি ইন্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, জুবলী রোড শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব হায়দার আলী রনি, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,আনোয়ারা সেন্টার জামে মসজিদ খতিব আলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার সিটির স্বত্তাধিকারী মোঃ আনোয়ার হোসেন ও আজিম এন্ড কোম্পানীর একাউন্ট এক্সিকিউটিভ মোহাম্মদ সেলিম খাঁন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ তাহের সিদ্দিকী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুনাজাত পরিচালনা করেন মুরাদপুর শাখার ব্যাংক কর্মকর্তা সালাহ্ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মীর আহমদ সওদাগর বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তাই আমার উদাত্ত আহ্বান কর্ণফুলীবাসী যেন এখন থেকে ইসলামী ব্যাংকিংয়ের এ অনন্য সেবা গ্রহণ করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম জাফর বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা।

সর্বাধুনিক সকল ব্যাংকিং সেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে।
সকলে সেবা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

(ওএস/এসপি/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test