E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা

২০১৪ জুলাই ২২ ১৪:৫১:৩৫
দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা

স্টাফ রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরু মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯৯৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ারটেক, গোল্ডেন সন, বিএসসি, অ্যাক্টিভ ফাইন, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ফার কেমিক্যাল ও এমজেএল বাংলাদেশ।

এ সময়ে লেনদেন হয় মোট ৬৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।

লেনদেন হয় মোট ৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

(ওএস/এটিআর/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test