E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আরএফএল-এর ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত

২০১৯ ফেব্রুয়ারি ২৩ ১৫:৩১:৪০
আরএফএল-এর ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আরএফএল-এর ফ্যাক্টরি ডে ২০১৯ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রংপুরের গঙ্গাচড়ায় জিএফএল ফ্যাক্টরিতে অনুষ্ঠিত এ সম্মেলনে টিউবওয়েল, বাথরুম ফিটিংস, গ্যাস স্টোভ, ওয়েল্ডিং রড, জিআই ফিটিংস, অ্যাগ্রিকালচার মেশিনারিজ ও সকল কিচেন পণ্য সামগ্রীর সাথে জড়িত প্রায় ৩ হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা যোগ দেন।

সম্মেলনে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরএন পাল, চিফ অপারেটিং অফিসার পারভেজ আহম্মদ ফারুকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমডি আরএন পাল বলেন, 'সবার সহযোগিতা নিয়েই আরএফএল গ্রুপ এগিয়ে যাচ্ছে। সততা, কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার সাথে কাজ করলে কোম্পানির আরো উন্নয়ন ঘটবে ও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।'

চিফ অপারেটিং অফিসার পারভেজ আহম্মদ ফারুকী বলেন, 'এখানে উপস্থিত সকলেই আরএফএল পরিবারের সদস্য। কোম্পানির উন্নয়নে তাদেরও সমান অবদান রয়েছে। সবাই কাজকে ভালোবেসে কোম্পানিকে আরো এগিয়ে নিয়ে যাবেন এ প্রত্যাশাই করছি।'

সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. শরিফুল ইসলাম সম্মেলনের প্রতিপ্রাদ্য 'আমার কাজ আমাদের অর্জন' এর উপর জোর দিয়ে বলেন, 'যার যার জায়গা থেকে সর্বোচ্চ মেধা দিয়ে পরিশ্রম করতে হবে এবং সফল হতে হবে, তাহলে সামগ্রিক আরএফএল-এর অর্জন হবে ব্যাপক সাফল্যমণ্ডিত!'

এসময় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্যাক্টরির সদস্যরাও গান, নৃত্য, কবিতা ও কৌতুক পরিবেশন করেন। থাকে শিশুদেরও নানা পরিবেশনা।

ভাগ্যের চাকা ঘোরাতে ছিল র‌্যাফেল ড্র-এর আয়োজন। ড্র-তে দেয়া হয় নানা আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও সম্মেলনে সেরা শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test