E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বীমা খাতের ২ কোম্পানির আয় কমেছে

২০১৪ জুলাই ২৩ ১৬:১৯:১১
বীমা খাতের ২ কোম্পানির আয় কমেছে

স্টাফ রিপোর্টার : বীমা খাতের ২ কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। কোম্পানিগুলো হচ্ছে, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ও পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিগুলোর অর্ধবার্ষিকী (জানুয়ারি-জুন’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য পাওয়া যায়।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্ধবার্ষিক (জানু’১৪-জুন’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় কমেছে ৫৯ শতাংশ। কোম্পানিটির মুনাফা হয়েছে ৭ কোটি ২০ হাজারটাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ৯৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৭ কোটি ১ লাখ টাকা এবং ইপিএস ছিল২ টাকা ৩২পয়সা।

উল্লেখ্য, গত তিন মাসে (এপ্রিল-জুন’১৪) কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৪৭ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ২০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকা এবং ইপিএস ৬৮ পয়সা।

অপরদিকে পাইনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় কমেছে দশমিক ৩৯ শতাংশ।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্ধবার্ষিক (জানু’১৪-জুন’১৪) আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা হয়েছে ১২ কোটি ৭০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১২ কোটি ৭৫ লাখ টাকা এবং ইপিএস ছিল ২ টাকা ৫১ পয়সা।

উল্লেখ্য, গত তিন মাসে (এপ্রিল-জুন’১৪) কোম্পানিটির মুনাফা হয়েছে ৬ কোটি ১৬ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪ কোটি ৮৬ লাখ টাকা এবং ইপিএস ৯৬ পয়সা।

(ওএস/এটিঅার/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test