E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিভি জমা দিলেই মিলছে ১১ থেকে ৩০ হাজার বেতনের চাকরি!

২০১৯ এপ্রিল ২১ ১৬:৪৪:৪১
সিভি জমা দিলেই মিলছে ১১ থেকে ৩০ হাজার বেতনের চাকরি!

স্টাফ রিপোর্টার : রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ (২১ এপ্রিল) শুরু হয়েছে দু’দিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন। এতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশ নিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এই প্রতিষ্ঠানটির স্টলে গিয়ে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিলেই মিলছে সর্বনিম্ন ১১ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা বেতনের চাকরি।

প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার সাঈদ আহমেদ বলেন, ‘যারা সিভি জমা দিচ্ছে, তাদের দক্ষতা যাচাই করতে আমরা এখনই সাক্ষাৎকার নিচ্ছি। সাক্ষাৎকারে যাদেরকে আমাদের কাছে দক্ষ বলে মনে হয়, তাদেরকে সঙ্গে সঙ্গেই নিয়োগ দিয়ে দিচ্ছি। দুপুর ১২টা থেকে এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জনকে নিয়োগ দিয়েছি।’

‘এই দুই দিনের সম্মেলন থেকে ৩০০ জনের মতো কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা আছে আমাদের’, যোগ করেন সাঈদ আহমেদ।

তিনি জানান, স্নাতক ও স্নাতকোত্তর পাসের পাশাপাশি যারা স্নাতকে পড়ছেন, তারাও সিভি জমা দিতে পারবেন। তার বক্তব্য, ‘যারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে এবং কম্পিউটার চালাতে পারে, তাদেরকেই আমরা নিয়োগ দিচ্ছি।’

সাঈদ আহমেদ বলেন, ‘নিয়োগ পাওয়াদের ১৫ থেকে ২০ দিনের প্রশিক্ষণ দেয়া হবে। সেখান থেকেও কিছু লোক বাদ যায়, তবে অধিকাংশই টিকে যায়।’

তিনি বলেন, ‘আমাদেরটি দেশের সবচেয়ে বড় আউটসোর্সিং প্রতিষ্ঠান। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে সাড়ে চার হাজার কর্মী রয়েছে। আমরা আজ পর্যন্ত ৩০ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করেছি এবং ৫০ হাজার দক্ষ জনবল তৈরি করেছি।’

প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ দক্ষ জনবলের প্রয়োজন হয় তাদের প্রতিষ্ঠানের বলেও জানান সাঈদ আহমেদ।

(ওএস/এসপি/এপ্রিল ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test