E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুদ্রানীতিতে মূল্যস্ফীতি সাড়ে ৬ ভাগে নামিয়ে আনার ঘোষণা

২০১৪ জুলাই ২৬ ১৭:০৯:১৭
মুদ্রানীতিতে মূল্যস্ফীতি সাড়ে ৬ ভাগে নামিয়ে আনার ঘোষণা

স্টাফ রিপোর্টার : বেসরকারিখাতে ১৬ শতাংশ এবং সরকারি খাতে ১২ দশমিক ৯ শতাংশ ঋণপ্রবাহ ধরে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণা করে।নতুন মুদ্রানীতিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে গভর্নর ড. আতিউর রহমান মুদ্রানীতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ড. আতিউর রহমান বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে এই মুদ্রানীতিতে বেশকিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মূল মালিক পক্ষ থেকে সুদবিহীন চলতি মূলধন ঋণ গ্রহণও বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, চলতি অর্থ বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২০১৪) জন্য বেসরকারি খাতে ঋণপ্রবাহে লক্ষ্যমাত্রা আড়াই শতাংশ কমেছে। গত অর্থবছরের কেবল মাত্র বেসরকারি ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ ছিল। তবে বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই খাতে ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখা হয়েছে।

মুদ্রানীতিতে বলা হয়েছে, অর্থবছর ২০১৫ এর প্রথমার্ধের জন্য মুদ্রানীতি প্রোগেম ডিসেম্বর ২০১৪ নাগাদ রিজার্ভ মুদ্রা ও ব্যাপক মুদ্রার প্রবৃদ্ধি প্রক্ষেপিত হয়েছে যথাক্রমে সাড়ে পনের ও ১৬ শতাংশ। বৈদেশিক উৎসের আমদানি অর্থায়নসহ বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি প্রক্ষেপিত হয়েছে সাড়ে ১৬ শতাংশ। যা এই ষান্মাসিকে জিডিপি প্রবৃদ্ধির যে কোনো বাস্তবসম্মত উচ্চতর মাত্রা অর্জনের জন্য পর্যাপ্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ সময় বলেছেন, পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, ‘যেসব ব্যাংকের ২৫ শতাংশের কম বিনিয়োগ রয়েছে তাদের বিনিয়োগে উৎসাহী করা হবে। আর এবারের মুদ্রানীতি বিগত মুদ্রানীতির মতোই বিনিয়োগবান্ধব।’

এদিকে মুদ্রানীতি ঘোষণায়, পুঁজিবাজার তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের সাথে নিবিড় সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা নিচ্ছে।

উদ্যোক্তাদের জন্য প্রাইভেট ইক্যুইটি অর্থায়নের যোগান সুগম করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে বিদ্যমান বিধি-ব্যবস্থা পর্যলোচনা করছে।

ঘোষিত মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণাও দেওয়া হয়েছে।

একইসঙ্গে মূল্যস্ফীতির হার কমানো, টাকার সর্বোত্তম ব্যবহার, কর্মসংস্থান বাড়ানোর দিকেও বিশেষ নজর দেয়া হয়েছে নতুন মুদ্রানীতিতে।

বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর আগাম মুদ্রানীতি ঘোষণা করে থাকে। দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ।

এর মাধ্যমে পরবর্তী ছয় মাসে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে তার একটি পরিকল্পনা তুলে ধরা হয়। মুদ্রানীতি চুড়ান্ত করতে অন্যান্য বছরের মত এবারও বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট ব্যাংকার, প্রাক্তন গভর্নর, প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট, সাবেক অর্থ উপদেষ্টা, সাবেক সচিবসহ মুদ্রানীতি সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

(ওএস/এটিআর/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test