E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় বীজ মেলা

২০১৯ জুন ২৭ ১৭:০২:১৭
রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় বীজ মেলা

স্টাফ রিপোর্টার : রাজধানীতে তিন দিনব্যাপী জাতীয় বীজ মেলা-২০১৯ শুরু হচ্ছে কাল শুক্রবার। বিকেল ৩টায় ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করবেন। মেলা শেষ হবে ৩০ জুন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

বৃহস্পতিবার (২৭ জুন) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় বীজ মেলা-২০১৯ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বীজ অনুবিভাগের মহাপরিচালক আশরাফ উদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘ভালো বীজ ব্যবহার করলে ১৫ থেকে ২০ শতাংশ উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের দেশের চাষিরা নিজ নিজ ফসলের অপেক্ষাকৃত ভালো অংশ পরবর্তী ফসলের বীজ হিসেবে ব্যবহার করে। একই বীজ থেকে বারবার চাষ করলে ফসলের ফলন অনেক হ্রাস পায়। তাই ২-৩ বছর পরপর বীজ পরিবর্তন খুবই জরুরি।’

আশরাফ উদ্দীন আহমেদ বলেন, ‘বাংলাদেশ সরকারের বীজ আইন অনুসারে প্যাকেটকৃত বীজের মানের নিশ্চয়তা বীজ বপন হতে শুরু করে প্যাকেট করা পর্যন্ত প্রতিটি ধাপে জাতীয় বীজ বোর্ডের অনুমোদিত বীজের মাঠমান ও বীজমান নিশ্চিত করেই প্রত্যায়ন দেয়া হয়ে থাকে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে ২৬ শতাংশ মানসম্মত বীজ চাষি পর্যায়ে সরবরাহ করা হয়। ধান ও গমের ক্ষেত্রে মানসম্মত বীজের সরবরাহের হার যথাক্রমে ৫৩ দশমিক ৭২ শতাংশ ও ৬০ দশমিক ৭৮ শতাংশ। সরকারের প্রচেষ্টায় গত দশ বছরে ধান, গম, পাট, ভুট্টা, আলু, সবজি, তেল ও মসলাসহ বিভিন্ন ফসলের গুণগতমানসম্মত বীজ সরবরাহ দেড় গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’

বীজ মেলা উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাষি পর্যায়ে সরবরাহকৃত প্রতিটি বীজ যাতে গুণগতমানসম্পন্ন হয় এবং বীজের দাম সাধারণ চাষিদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে সর্তক দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়।

(ওএস/এসপি/জুন ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test