E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জুলাই মাসে বিদেশী লেনদেন কমেছে ৫৮%

২০১৪ জুলাই ২৮ ১৪:৪১:১৯
জুলাই মাসে বিদেশী লেনদেন কমেছে ৫৮%

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের চলমান মন্দায় বিনিয়োগ ঝুঁকি এড়াতে শেয়ার কেনাবেচার পরিমাণ কমিয়ে দিয়েছেন বিদেশী বিনিয়োগকারীরা। এছাড়া জুনে ক্রেতার ভূমিকায় থাকলেও জুলাইয়ে মুনাফা তুলে নেয়ায় শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে বিদেশীদের। এক মাসের ব্যবধানে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। আগের মাসের তুলনায় জুলাইয়ে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন কমেছে প্রায় ৫৮ শতাংশ।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, জুনে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৬০২ কোটি টাকা, যা চলতি জুলাইয়ে নেমে এসেছে ২৫৩ কোটি টাকায়। আগের মাসে শেয়ার বিক্রির চেয়ে ক্রয়ের পরিমাণ বেশি থাকলেও চলতি মাসে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে বিদেশীদের ক্ষেত্রে। জুনে মোট লেনদেনের মধ্যে শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ৪৮২ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকা, যা জুলাইয়ে নেমে এসেছে মাত্র ৮৬ কোটি ৮০ লাখ টাকায়। এ হিসাবে এক মাসে শেয়ার ক্রয়ের পরিমাণ কমেছে ৮২ শতাংশ। অন্যদিকে জুনে বিদেশীদের বিক্রির পরিমাণ ছিল ১১৯ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার টাকা, যা চলতি মাসে ১৬৬ কোটি ৪৫ লাখ টাকায় উন্নীত হয়েছে।

জানা গেছে, টানা দরপতনের কারণে স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশীরাও শেয়ার কেনাবেচার পরিমাণ কমিয়ে দিয়েছেন। এছাড়া ঝুঁকি এড়াতে চলতি মাসে কিছু মুনাফাও তুলে নিয়েছেন। এর আগে গত মে মাসেও বিদেশী বিনিয়োগকারীর লেনদেন প্রায় অর্ধেক কমে যায়। ওই সময় নেট বিদেশী বিনিয়োগ কমে প্রায় ৭৮ শতাংশ। যদিও মার্চের তুলনায় এপ্রিলে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর নেট বিদেশী বিনিয়োগ ছিল ছয় গুণ বেশি। ডিএসই ও অন্যান্য সূত্র থেকে পাওয়া মাসভিত্তিক তথ্য-বিশ্লেষণে এমনটি দেখা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারিতে দেশের বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে পরিচিত বাণিজ্যিক ব্যাংকগুলো নিষ্ক্রিয় থাকায় শেয়ারবাজারে গত ফেব্রুয়ারিতে লেনদেন পরিস্থিতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এ পরিস্থিতিতে ব্যাংকগুলোর পাশাপাশি মার্চেন্ট ব্যাংক ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরাও সাইডলাইনে চলে যান। পরে জুনে প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগে মূলধনি মুনাফার ওপর করারোপকে কেন্দ্র করে বাজারে মন্দাবস্থা আরো দীর্ঘ হয়। পরে চূড়ান্ত বাজেট পাসের সময় তা প্রত্যাহার করা হলে জুনের শেষ ভাগে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে ঊর্ধ্বমুখী ধারা ছিল স্বল্পস্থায়ী। এতে বাজারে পর্যাপ্ত ক্রয়াদেশ না থাকায় মন্দাবস্থা তৈরি হয়। লেনদেন কমে যাওয়ার পাশাপাশি সূচক পতনও নিয়মিত হয়ে দাঁড়ায়। বর্তমানে অধিকাংশ শেয়ারে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকলেও ক্রেতার অভাবে তা দর হারাচ্ছে। এ অবস্থায় বিদেশী বিনিয়োগ কমে যাওয়ার বিষয়টিতে আরো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে গত মে মাসে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনে অংশগ্রহণ কমতে দেখা যায়। আগের মাসের তুলনায় ওই মাসে নেট বিদেশী বিনিয়োগ কমে প্রায় ৭৮ শতাংশ। মে মাসে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে মোট ৫৭৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ৬ লাখ ও শেয়ার বিক্রির পরিমাণ ছিল ২২৪ কোটি ৪২ লাখ টাকার। যদিও এপ্রিলে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ আগের মাসের চেয়ে ৪২৭ শতাংশ বাড়তে দেখা গেছে। এপ্রিলে বিদেশী বিনিয়োগ হয়েছিল ১ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকা। এ সময় নেট বিদেশী বিনিয়োগ হয় ৫৭২ কোটি ৮ লাখ টাকা। চলতি বছর বিদেশী বিনিয়োগে এটিই ছিল সর্বোচ্চ।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, আগের বছরের তুলনায় সর্বশেষ হিসাব বছরে হঠাত্ করেই বহুজাতিক কোম্পানির মুনাফা ও লভ্যাংশের পরিমাণ বেড়ে যাওয়ায় এপ্রিলে বিদেশী বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট কোম্পানির উল্লেখযোগ্য শেয়ার ক্রয় করেন। এপ্রিলের এ প্রবণতা মে মাসেও দেখা গেছে। এরই মধ্যে বহুজাতিক কোম্পানিগুলো অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা দেয়া শুরু করেছে। এতে এসব শেয়ারের দর বাড়ায় মুনাফা তুলে নিচ্ছেন বিদেশীরা। এদিকে বহুজাতিক কোম্পানির পাশাপাশি স্থানীয় জ্বালানিসহ অন্যান্য খাতের কিছু কোম্পানিতেও বিদেশীদের বিনিয়োগ বেড়েছে বলে সূত্রে জানা যায়।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, ম্যারিকো, গ্লাক্সোস্মিথ ক্লাইন, রেকিট বেনকিজার, লিন্ডে বিডি, বিএটিবিসি ও গ্রামীণফোনের শেয়ারে বিদেশীদের বিনিয়োগ বেড়েছে। আর স্থানীয় কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা, রেনেটো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েলসহ মৌলভিত্তির কোম্পানিগুলোয় উল্লেখযোগ্য পরিমাণ বিদেশী বিনিয়োগ রয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test