E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধু আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধন : অর্থমন্ত্রী

২০১৯ আগস্ট ২৬ ২২:১৪:২২
বঙ্গবন্ধু আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধন : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধন। বঙ্গবন্ধুকে কখনও জাতির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। তিনি জীবনের অল্প সময়ে আমাদের আগামীর সব নির্দেশনা দিয়ে গেছেন।’

সোমবার (২৬ আগস্ট) সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অর্থবিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।

অর্থবিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং অর্থবিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার।

অর্থমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধন। তিনি জীবনের অল্প সময়ে আমাদের আগামীর সব নির্দেশনা দিয়ে গেছেন। অতি অল্প দিনে আমাদের দিয়েছেন একটি সংবিধান, যেখানে সবকিছু রয়েছে। আমাদের আগামীর পরিকল্পনা, শহর গ্রামের ভেদাভেদ থাকবে না, ধনী-দরিদ্রের ভেদাভেদ থাকবে না, উন্নয়ন অগ্রযাত্রায় সব শ্রেণিকে সম্পৃক্ত করতে হবে, যাদের জন্য উন্নয়ন তারা যেন বঞ্চিত না হয়, তাদের সম্পৃক্ত করেই উন্নয়ন পরিচালনা করতে হবে- এ ধরনের সব নির্দেশনা।’

মুস্তফা কামাল বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা ভেবেছিল তারা বাঙালির মন থেকে বঙ্গবন্ধুকে মুছে দেবে। কিন্তু তারা ভুল করেছিল, কারণ তারা বুঝতে পারেনি বঙ্গবন্ধুর মতো নেতাকে মুছে দেয়া যায় না। যতদিন এ পৃথিবী থাকবে, যতদিন সূর্য উঠবে, ততদিন তিনি থাকবেন সূর্যের মতো দেদীপ্যমান।’

তিনি বলেন, ‘আমেরিকার মায়েরা তাদের সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা তুমি বড় হয়ে জর্জ ওয়াশিংটন হবে, দক্ষিণ আফ্রিকার মায়েরা বলে বাবা তুমি বড় হয়ে নেলসন ম্যান্ডেলা হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের মায়েরা বলতে পারে না যে, তুমি বড় হয়ে বঙ্গবন্ধু হবে। কারণ কিছু কুচক্রিরা আমাদের সেই জায়গায় পৌঁছাতে দেয়নি। কিন্তু তারা জানে না, জাতির পিতাকে কখনও জাতির কাছ থেকে দূরে রাখা যায় না, বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। তিনি আছেন, তিনি থাকবেন।’

অর্থমন্ত্রী বলেন, ‘জাতির পিতা আমাদের বিশ্বাস, তিনিই লাল-সবুজের বাংলাদেশ। তিনি প্রতিটি ক্ষেত্রে ঘুরেফিরে আমাদের মাঝে ধরা দেবেন, শুধু আমাদের মাঝে নয় শত শত বছর পরেও যারা পৃথিবীতে আসবে তাদের মাঝেও তিনি থাকবেন। বঙ্গবন্ধু একটি নাম, বঙ্গবন্ধু একটি দেশ, বঙ্গবন্ধু একটি স্বপ্ন, বঙ্গবন্ধু আমাদের জীবন সত্তা, বঙ্গবন্ধুর কখনও মৃত্যু হতে পারে না। আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তার ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এক সময় আমাদের দেশের অনেকেই বাইরে নিজেদের পরিচয় দিত না। বলত আমরা ভারতের, কারণ তখন আমাদের পরিচয় ছিল আমরা ভিক্ষুক বা মিসকিন। আজকে আমাদের সে পরিচয় আর নেই। জাতির পিতার রেখে যাওয়া নির্দেশনাগুলো বাস্তবায়নেই এটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমাদের কাজ শেষ হবে ২০৪১ সালে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন ২০৪১ সালে একটি উন্নত, সুন্দর বাংলাদেশ গঠন করার। যেখানে মানুষের শোসন থাকবে না, বঞ্চনা থাকবে না, মানুষকে কষ্ট করতে হবে না। থাকবে না কেউ বেকার, সব মানুষকে অর্থনীতির মূলস্রোতে নিয়ে আসতে পারব। জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করাই হচ্ছে আমাদের একমাত্র দায়িত্ব।’

অর্থমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন সাধারণ মানুষের মতো। তার চিন্তা-চেতনায় ছিল এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও স্বাধীনতা। জীবনের বেশিরভাগ সময় তিনি দেশের মনুষের জন্য চিন্তা করতে করতে পার করেছেন।’

(ওএস/এএস/আগস্ট ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test