E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাই-টেক সিটির উন্নয়নে দীর্ঘমেয়াদি ঋণ পেল বাংলাদেশ টেকনোসিটি

২০১৯ সেপ্টেম্বর ০৬ ১৪:৫২:৫৯
হাই-টেক সিটির উন্নয়নে দীর্ঘমেয়াদি ঋণ পেল বাংলাদেশ টেকনোসিটি

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু হাই-টেক সিটির আইসিটি অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেডকে দীর্ঘমেয়াদি ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বুধবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত ফ্যাসিলিটি একসেস এগ্রিমেন্ট সই হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, গাজীপুর কালিয়াকৈর অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটির ৩নং ব্লকের আইসিটি অবকাঠামো নির্মাণে ৫ মিলিয়ন মার্কিন ডলার (৫১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা) দীর্ঘমেয়াদি ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বাস্তবায়নাধীন ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ-টু) প্রকল্পের অন-লেন্ডিং কম্পোনেন্টের আওতায় এ ঋণ দেয়া হচ্ছে।

বাংলাদেশ টেকনোসিটি লিমিটেডকে অর্থায়নের জন্য আইপিএফএফ-টু প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (আইআইডিএফসি) অনুকূলে এ ঋণের অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইপিএফএফ-টু প্রকল্পের পরিচালক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এছাড়া অর্থায়নের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি, বাংলাদেশ টেকনোসিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে প্রযুক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ টেকনোসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test