E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

জুলাই-সেপ্টেম্বরে ৩ অর্থবছর ধরে কমছে এডিপি বাস্তবায়ন হার

২০১৯ অক্টোবর ১৫ ১৯:২৯:১১
জুলাই-সেপ্টেম্বরে ৩ অর্থবছর ধরে কমছে এডিপি বাস্তবায়ন হার

স্টাফ রিপোর্টার : গত তিন অর্থবছর ধরে জুলাই-সেপ্টেম্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমছে। ২০১৭-১৮ অর্থবছরে এ সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ১০ দশমিক ২১ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮ দশমিক ২৫ শতাংশে এবং চলতি অর্থবছরে (২০১৯-২০) তা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ০৬ শতাংশে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) মাসিকভিত্তিতে এডিপি বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে। ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরের এডিপি বাস্তবায়নের হার থেকে এ তথ্য জানা যায়।

এ ছাড়া ২০১৬-১৭ তে ৮ দশমিক ৭৫ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ।

গত অর্থবছরের তুলনায় বর্তমান অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে এডিপি বাস্তবায়নের হার কমেছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘গতি কমে নাই। টাকার পরিমাণ অনেক বেড়েছে। খুবই অল্প কমেছে। দুদিন পরে ঠিক হয়ে যাবে। উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।’

(ওএস/অ/অক্টোবর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

০১ জুন ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test