E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখেরটেকে ‘ডেইলি শপিং’ এর শোরুম চালু

২০১৯ ডিসেম্বর ০৭ ১৬:২৫:২১
শেখেরটেকে ‘ডেইলি শপিং’ এর শোরুম চালু

স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে একটি শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ ডেইলি শপিং।

সম্প্রতি শেখেরটেকের ১২ নম্বর রোডে শোরুমটি উদ্বোধন করেন ডেইলি শপিং-এর জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্।

এ শোরুম থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার ও প্লাস্টিক পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারবেন ক্রেতারা।

এ বিষয়ে গালিব ফাররোখ বখত্ বলেন, ‘ডেইলি শপিং-এর প্রধান লক্ষ্য দৈনন্দিন প্রয়োজনীয় সব ধরনের পণ্য ক্রেতার হাতের নাগালে রাখা। এ জন্য অন্যান্য চেইন শপের তুলনায় আমাদের ডেইলি শপিং-এর শোরুমগুলো অধিকাংশই আবাসিক এলাকার কাছাকাছি। ক্রেতারা সহজেই হাতের নাগালে আমাদের শোরুম থেকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন।’

ডেইলি শপিংয়ের ব্র্যান্ড ম্যানেজার ফেরাজ হোসেন রুম্মান বলেন, ‘আমাদের নিয়মিত গ্রাহকরা তাদের প্রতিদিনের কেনাকাটায় যেন স্বাচ্ছন্দ্য খুঁজে পান, সেলক্ষ্যে বিভিন্ন পণ্যে আকর্ষণীয় অফার ও নগদ মূল্যছাড় দিয়ে থাকি। পাশাপাশি আমাদের ডেইলি শপিং-এ একটি নির্দিষ্ট পরিমাণ কোনাকাটায় ফ্রি হোম ডেলিভারি, ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে।’

উল্লেখ্য, বর্তমানে রাজধানীর বাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ বিভিন্ন স্থানে ডেইলি শপিং-এর ৪৫টি শোরুম চালু রয়েছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test