E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০০ কোটি ছাড়াল ‘নগদ’ এর দৈনিক লেনদেন

২০২০ জানুয়ারি ১২ ১৬:০৬:৫০
১০০ কোটি ছাড়াল ‘নগদ’ এর দৈনিক লেনদেন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি, ১০ জানুয়ারি ২০২০, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের (নগদ) দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। ২০১৯ সালের ২৬ মার্চ আমাদের যাত্রা শুরু হয়েছিল। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ’। পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল এ সার্ভিস।

মাত্র ১০ মাসের পথ চলায় ‘নগদ’ এর উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এটি।

(ওএস/এসপি/জানুয়ারি ১২, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test