E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বস্তি আসছেই না সবজিতে

২০২০ ফেব্রুয়ারি ০৭ ১৫:২১:০৩
স্বস্তি আসছেই না সবজিতে

স্টাফ রিপোর্টার : রামপুরা বাজারে ছোট একটি লাউ দেখিয়ে আলেয়া বেগম দোকানির কাছে দাম জানতে চাইলেন। উত্তরে দোকানি বললেন ৭০ টাকা। দাম শুনে আলেয়া বললেন- এইটুকু লাউয়ের দাম এতো? ৪০ টাকা রাখেন। দোকানির জবাব, ৪০ টাকা তো দুরের কথা ৫০ টাকাতেও হবে না। আপনি যদি নেন ৫ টাকা কম রাখা যাবে, এক দাম ৬৫ টাকা। এবার আলেয়া বেগম বললেন- ৫০ টাকায় দিলে দেন, না হলে থাক। দোকানির উত্তর- রেখে যান।

এরপর হাত থেকে লাউ রেখে অন্য দিকে হাঁটা শুরু করলেন আলেয়া বেগম। এ সময় এই প্রতিবেদক আলেয়া বেগমের সঙ্গে কথা বললে তিনি বলেন, শীতের সময় লাউ খুব ভালো লাগে। কিন্তু লাউয়ের যে দাম, তাতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব না। তাই লাউ না কিনে ফিরে যাচ্ছি।

তিনি বলেন, শুধু লাউ না বাজারে সব জিনিসের দাম বেশি। এক কেজি পেঁয়াজ কিনতে দেড়শ টাকা লাগছে। অথচ গত বছর এমন সময় দেড়শ টাকা দিয়ে ৫ কেজি পেঁয়াজ কেনা যেত। জিনিসপত্রের এমন দামে আমাদের মতো গরিব মানুষেরা অনেক কষ্টে আছে।

শুধু আলেয়া বেগম নয়, শীতের সবজির ভরা মৌসুমেও লাউ, করলা, টমেটো, শশা, ফুলকপি, বাঁধাকপি, বেগুনসহ সব ধরনের সবজিই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বেশ ভোগাচ্ছে। বাজারে ভরপুর সবজি থাকলেও সব ধরনের সবজির দাম এখনও বেশ চড়া।

শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

১০০ টাকা থেকে গত সপ্তাহে ১৫০ টাকা হওয়া পেঁয়াজের কেজি এ সপ্তাহে ১৪০-১৫০ টাকা। পেঁয়াজের এই দামের বিষয়ে কারওয়ানবাজারের ব্যবসায়ী নোয়াব আলী বলেন, গত বছর এই সময়ে ৫ কেজি পেঁয়াজ বিক্রি করেছি ১১৫-১২০ টাকার মধ্যে। এখন এক কেজি পেঁয়াজ ১৩০ টাকা বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, এবার যা পরিস্থিতি তাতে পেঁয়াজের দাম কমার খুব একটা সম্ভাবনা দেখছি না। অনেকে বেশি দামের কারণে মুড়ি পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন। এতে পেঁয়াজের সরবরাহ এখন কম। পেঁয়াজ বাজারে আমদানি (সরবরাহ বাড়া) না হলে দাম কমার বদলে উল্টো বাড়বে।

বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতো করলার কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। শশা বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা কেজি দরে। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা। দেশি পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা।

সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজরের। ভালো মানের শিমের কেজি ৪০-৫০ টাকা, ফুলকপি প্রতিপিস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। গাজর বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি দরে। মুলা পাওয়া যাচ্ছে ২০-২৫ টাকার মধ্যে।

নতুন গোল আলু ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শালগম বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজিতে। বেগুন পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকার মধ্যে। মাঝারি আকারের লাউ বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকা পিস।

খিলগাঁওয়ের ব্যবসায়ী আলম বলেন, বাজারে এখন সব ধরনের শীতের সবজি ভরপুর। এখন যে দামে সবজি বিক্রি হচ্ছে, এর চেয়ে দাম কমার সম্ভাবনা এবার নেই। সবজির যে দাম তাতে আমরাও বিরক্ত। কিন্তু কিছু করার নেই।

তিনি বলেন, বাজারে সবজির যে পরিমাণ চাহিদা, সরবরাহ তার থেকে কম। এ কারণেই দাম বাড়তি। সবজি মজুদ করে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

মালিবাগের বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, এই সময় শীতের সব সবজি বাজারে ভরপুর থাকে। এ কারণে দামও কম থাকে। ফলে মানুষ সবজি কিনে শান্তি পায়। কিন্তু এবার সে সুযোগ নেই। সব ধরনের সবজির দাম বাড়তি। একটা দুইটা বেশি সবজি কেনার উপায় নাই। মূলত বাজারে কার্যকর নজরদারি না থাকায় দাম এমন বাড়তি।

এদিকে মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২২০-৫০০ টাকা। তেলাপিয়া ১৩০-১৭০ টাকা, শিং ৩০০-৪৫০ টাকা, শোল মাছ ৪০০-৭৫০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, টেংরা ৪৫০-৬০০ টাকা, নলা ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা কেজি দরে। পাকিস্তানি কক মুরগির বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা কেজিতে। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা প্রতিকেজি। গরুর মাংস ৫৫০-৫৭০ টাকা এবং খাসির মাংস ৭০০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২০)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test